Festival and celebrations

11 months ago

Home Decor For Laxmi Puja: লক্ষ্মীপুজোয় বাড়ির প্রাঙ্গন সাজিয়ে তুলুন আলপনায়

Lokkhi Pujo Alpona (File Picture)
Lokkhi Pujo Alpona (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লক্ষ্মীপুজোয় বাংলার ঘরে সবচেয়ে যে রীতি আজও প্রচলিত, তা হল আলপনা। লক্ষ্মীর আলপনা এখন নানান স্টাইলে দেওয়া যায়। খড়ি মাটি ছাড়াও কিছু নতুন স্টাইলের আলপনা এবার লক্ষ্মীপুজোতে ট্রাই করতে পারেন। 

ফুলের সাজে: বাজার থেকে পুজোর ফুল কেনার সময় একটু বেশি করে হলুদ ও কমলা গাঁদা ফুল কিনে আনুন। আর কয়েকটি গোলাপও নিতে ভুলবেন না যেন। চক দিয়ে নকশা কেটে ফুলের রঙে রাঙিয়ে তুলুন আলপনাটি।

ফেব্রিক রঙে: ঘরে না হলেও দুয়ারে নানা রঙের ফেব্রিক রং দিয়ে আলপনা দিতেই পারেন। সাদা আর লাল রং দিয়ে আলপনা করলেও মন্দ লাগবে না। অনেক পরিশ্রম করে আলপনা করা হয়, অথচ চালের গুঁড়ো দিয়ে করলে দিন দুয়েকেই নষ্ট হয়ে যায়। মাস খানেক আলপনা টিকিয়ে রাখতে চাইলে ফেব্রিক রং ব্যবহার করুন।

স্টিকার: খুব বেশি পরিশ্রম করতে না চাইলে বাজার থেকে স্টিকার আলপনা কিনেও ব্যবহার করতে পারেন। তবে বাড়ির ভিতরে স্টিকার ব্যবহার না করাই ভাল। স্টিকারের দাগ উঠতে চায় না। বাড়ির দুয়ারে ব্যবহার করাই শ্রেয়।

You might also like!