Festival and celebrations

1 year ago

Durga Puja 2023: রবিবার কুমোরটুলির খুঁটি পূজো

Devi Durga and Jagannath Dev (File Picture)
Devi Durga and Jagannath Dev (File Picture)

 

কলকাতা, ১১ জুলাই : শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। আর ঠিক তিন মাস পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। কত কয়েক বছর ধরে জাকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড। তবে এর সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহ্য।

কেবল কলকাতা নয়, গোটা রাজ্যের নামী দুর্গাপুজোগুলোর তালিকায় অনেককাল আগেই জায়গা করে নিয়েছে কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসব। ভোটপুজোর মাঝেও চলছে এদের ব্যস্ততা।

আগামী ১৬ ই জুলাই রবিবার সকালে পুজো মন্ডপের সূচনা খুঁটি পূজো ও রক্তদান শিবিরের মাধ্যমে হতে চলেছে। এর তিরানব্বই তম বর্ষের দুর্গা পুজোর শুভ সূচনা গত ৫ ই মে শুক্রবার সন্ধ্যায় ব্যানার উত্তোলনের মাধ্যমে হয়েছিল।

সংগঠনের তরফে দেবাশিস ভট্টাচার্য এ খবর জানিরে এই প্রতিবেদককে বলেন, “রীতি মেনে ২০ শে জুন মঙ্গলবার জগন্নাথ দেবের শুভ রথযাত্রার দিন সকালে পবিত্র ঢাকেশ্বরী মন্দিরে কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। রবিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের পুজো কমিটির চেয়ারম্যান রাজ্যের মন্ত্রী ডা: শশী পাঁজা এবং আরও বিশিস্ট ব্যাক্তিবর্গ। উপস্থিত থাকবেন আমাদের এই বছরের দুজন শিল্পী সুবল পাল এবং নব কুমার পাল।”


You might also like!