Festival and celebrations

2 months ago

In the midst of Uma's farewell tune, it is the turn of the carnival: উমার বিদায়ের সুরের মাঝেই এবার পালা কার্নিভালের

In the midst of Uma's farewell tune, it is the turn of the carnival
In the midst of Uma's farewell tune, it is the turn of the carnival

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- শনিবার দশমী থেকেই উমার বিদায়ের সুর বাজছে আকাশে বাতাসে। এবার পালা কার্নিভালের। এ বছর ১৫ অক্টোবর হতে চলেছে দুর্গাপুজো কার্নিভাল।

পুজোর শেষ মানেই আনুষ্ঠানিকভাবে কার্নিভালের প্রস্তুতি শুরু। ইতিমধ্যেই রেড রোড জুড়ে কার্নিভালের প্রস্তুতি পর্ব তুঙ্গে রয়েছে। রেড রোডে প্রতি বছরের মতোই এবারও জমকালো কার্নিভাল দেখবে রাজ্যের মানুষ। মূলত, কলকাতা এবং শহরতলির একশোর বেশি পুজো এবার যোগ দেবে এই কার্নিভালে। সুসজ্জিত শোভাযাত্রায় নাচে-গানে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হবে এই কার্নিভালে।

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, অন্যান্য বছরগুলোর তুলনায় অনেক বেশি সংখ্যক বিদেশি দর্শক উপস্থিত থাকবেন এবার রেড রোডে কার্নিভালে। বাস্তবিক অর্থে দুর্গাপুজোর কার্নিভাল হতে চলেছে বিশ্বজনীন।

এ প্রসঙ্গে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতরের এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা কার্নিভালের জন্য প্রস্তুত। এ বছর বিশ্ববাংলা শারদ সম্মান পেয়েছিল যেসব পুজো সেগুলিকে রেড রোডে উপস্থাপন করে বর্ণময় শোভাযাত্রার মাধ্যমে বিসর্জন দেওয়া হবে।

তাঁর আরও দাবি, এই বিসর্জন কার্নিভালকে নিয়ে শুধু রাজ্য নয়, দেশ তথা বিদেশের পর্যটকদের নজর রয়েছে। ইতিমধ্যেই কলকাতা শহরের একাধিক বড় হোটেলে বিদেশি পর্যটকেরা আসতে শুরু করেছেন৷ শুধুমাত্র এই বিসর্জন কার্নিভালকে স্বচক্ষে দেখবার জন্যই তাঁরা আসছেন শহরে।

You might also like!