Festival and celebrations

1 year ago

Raksha Bandhan 2023: এ বছর ঠিক কোন সময়ে রাখি বাঁধলে ভাইয়ের জীবনে আসবে সমৃদ্ধি? জেনে নিন

Rakhi Purnima  (Symbolic Picture)
Rakhi Purnima (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয়। কিন্তু এ বছর ভাদ্র মাসে পড়েছে এই তিথি। বাংলা পঞ্জিকা মতে ১২ এবং ১৩ ভাদ্র রাখি পূর্ণিমা তিথি পড়েছে।যদিও কোন দিনে রাখি পূর্ণিমা পালন করা হবে তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। এবছর পূর্ণিমা তিথি পড়েছে- ৩০ অগাস্ট ১০. ২৭ মিনিটের পর পূর্ণিমা আরম্ভ।৩১ অগাস্ট, বৃহস্পতিবার, সকাল ০৭. ৫৯ মিনিট পর্যন্ত। এরপর কৃষ্ণ প্রতিপদ শুরু। এইদিনে রাত ৮. ১৮ মিনিট পর্যন্ত থাকবে শতভিষা নক্ষত্রের প্রভাব। এরপর পূর্বভাদ্রপদ নক্ষত্রের গমন শুরু হবে, এর সাথে রয়েছে সুকর্মাযোগও।

পঞ্চাঙ্গ অনুসারে, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি ৩০ অগাস্ট সকাল ১০.৫৮ মিনিটে শুরু হচ্ছে। শেষ হবে ৩১ অগাস্ট সকাল ৭.০৫ মিনিটে। ভাদ্র পূর্ণিমা তিথির শুরু থেকে ৩০ অগাস্ট অর্থাৎ সকাল ১০.৫৮ থেকে এবং রাত ০৯.০১ পর্যন্ত।

শাস্ত্র মতে, শ্রাবণের পূর্ণিমা তিথিতে ভাদ্রের ছায়া থাকলে ভাদ্রকাল পর্যন্ত রাখি বাঁধা যায় না। পঞ্জিকা মতে, রাখি বাঁধার শুভ সময় ৩০ অগাস্ট- সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত। ৩১ অগাস্ট সূর্যোদয় থেকে সকাল ০৭.০৫ মিনিট পর্যন্ত।রাখি বাঁধার শুভ সময়, রক্ষাবন্ধনের দিনে, ভদ্রাকাল ও পঞ্চক সৃষ্টির কারণে, এই উৎসবটি দু'দিন ধরে পালিত হবে। ৩০ আগস্ট রাখি বাঁধার শুভ সময় রাত ০৯ .০১ থেকে শুরু এবং পরের দিন সকাল ০৭ .০৫ পর্যন্ত রাখি বাঁধা যেতে পারে।

শাস্ত্র মতে মনে করা হয়, এই সময়সূচি মেনে ভাইয়ের হাতে রাখি পরালেই ভাইয়ের সবচেয়ে বেশি মঙ্গলের সম্ভাবনা রয়েছে।

You might also like!