Festival and celebrations

3 months ago

Durga Puja 2024: কাঁটাতারের সীমানায় বিগবাজেটের পুজোয় মাতছে হিলি! কোন থিমে চমক দেবে জানেন?

Durga Pujo in Hili
Durga Pujo in Hili

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সামনেই মহালয়া, বাংলা জুড়ে এখন পুজোর আমেজ। নীল আকাশ সঙ্গে তুলোর মতন মেঘ মাঠে ঘাটে কাশ ফুল জানান দিচ্ছে পুজো এসে গিয়েছে। তাই পুজো মণ্ডপে জোরকদমে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি।

দক্ষিণ দিনাজপুর জেলায় বহু বিগ বাজেট পুজো হয়, তারেই মাঝে অন্যতম বিগবাজেট পুজো হিলি বিপ্লবী সংঘ। জানাযায় ৫৬ তম বছরে পদার্পণ করছে হিলি বিপ্লবী সংঘের পুজো। এই বছরের থিম কাল্পনিক। প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে পুজো মন্ডপ। নারকেল দড়ি, নারকেলের ছোবা দিয়ে তৈরি হচ্ছে এবারের হিলি বিপ্লবীর মন্ডপ। পঞ্চমী টে উদ্বোধন তার আগেই কাজ শেষ হয়ে যাবে বলে ক্লাব কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে। চরম ব্যস্ততা মাঝে কাজ সারছে মন্ডপ শিল্পীরা , পাশাপাশি মন্ডপেই তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা।

You might also like!