Festival and celebrations

1 year ago

Durga Puja 2023: দুর্গাপুজোয় বিরাট চমক, 'এক টুকরো রাজস্থান', কোথায় জানেন?

Durga Puja 2023
Durga Puja 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর সময় প্যান্ডেল ঘুরে প্রতিমা দেখা এবং বিভিন্ন ক্লাবের থিমের বিষয়গুলি উপভোগ করাই আনন্দ দেয় সকলকে। সেই কারণেই প্রতি বছর জেলায় বিভিন্ন প্রান্তে বিগ বাজেটের পুজো করে থাকে বেশিরভাগ ক্লাব কর্তৃপক্ষ। তবে তা যদি হয় ২৫, ৫০ বছর কিংবা ৭৫ বছর, তবে তো কোনও কথাই নেই। পুজোর আকর্ষণীয় থিম সকলের নজর কেড়ে নেয় এটুকু নিঃসন্দেহে বলা সম্ভব। এই বছর দুর্গাপুজোয় জেলা কোচবিহারের মধ্যে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজোর আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সেই সমস্ত পুজোর কাজকর্ম শুরু করে দেওয়া হয়েছে। এমনই একটি ৭৫ বছরের আকর্ষণীয় পুজো হতে চলেছে কোচবিহার গান্ধী কলোনি লীলা স্মৃতি ভবানী মন্দির দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে।

কোচবিহারের বাইরের দক্ষ কারিগরেরা এই সম্পূর্ণ থিম তৈরি করছেন। এই বছর যে থিমের আয়োজন করা হয়েছে তা হল ‘এক টুকরো রাজস্থান’। গোটা পুজো প্যান্ডেল জুড়ে থাকবে বেশ ভাল নিপুণ হাতের শিল্পকর্ম। এছাড়াও পুজো প্যান্ডেলে আকর্ষণীয় আলোকসজ্জা ও আবহ থাকতে চলেছে।’

গান্ধী কলোনি ক্লাবের পুজো কমিটির সদস্য শুভাশিস সরকার জানান, এই বছর গান্ধী কলোনি ক্লাবের পুজোর ৭৫ তম বর্ষ। মূলত সে কারণেই অন্যান্য বছরের তুলনায় পুজোর বাজেট কয়েকগুণ বাড়িয়ে তোলা হয়েছে। এবারে পুজোর মোট বাজেট থাকছে আনুমানিক প্রায় ৭০ লক্ষ টাকা।


You might also like!