Festival and celebrations

2 months ago

Dhanteras 2024: ধনতেরাসের দিন কেন সোনা কেনা হয় জানেন? নেপথ্যে রয়েছে এক অদ্ভুত রহস্য!

Dhanteras
Dhanteras

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দীপাবলির দুই দিন আগে পালিত হয় ধনতেরাস। ধনতেরাস কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয়। সে দিন নতুন বাসন, অলঙ্কার, ঝাঁটা কেনার ধুম শুরু হয় বাজারে বাজারে। সেই সঙ্গে ভিড় থাকে সোনার দোকানেও। তবে ধনতেরাসের দিন সোনা কেনার নেপথ্যে রয়েছে একাধিক কারণ!

১) অনেকের মতে, ধনতেরসের দিন সোনা কিনলে ধনদেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। ঘরে সমৃদ্ধি আনতে তাই অনেকেই সোনার গয়না কেনেন। অনেকের মনে করেন, ওই দিন সোনা কিনলে বাড়ির শ্রীবৃদ্ধি হবে।

২) সোনা সব সময়েই একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিনিয়োগ হিসাবে বিবেচিত হয়। সোনার দাম সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। তাই সোনায় বিনিয়োগ করা সব সময়েই বুদ্ধিমানের কাজ। তাই ভবিষ্যতের কথা ভেবে ওই দিন সোনায় বিনিয়োগ করাই যায়।

৩) সোনার গয়না কিনতে হলে ধনতেরসের দিনটি বেছে নেওয়া আরও একটি কারণে লাভজনক। ওই দিন বিভিন্ন দোকানে সোনার গয়নার মজুরির উপর বড় অঙ্কের ছাড় দেওয়া হয়। তাই ওই দিন গয়না কিনলে খরচ অনেকটাই কম হয়।

You might also like!