Festival and celebrations

2 months ago

Karva Chauth 2024: করবা চৌথে হবে চন্দ্র দর্শন!জানেন সময় সুচি?

Karva Chauth
Karva Chauth

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশ, দিল্লিতে বিবাহিত মহিলারা পালন করেন করবা চৌথ।আজকাল, কিছু অবিবাহিত মহিলাও তাঁদের হবু স্বামীর জন্য এই ব্রত রাখেন। এই দিনে সংকষ্টী চতুর্থী উপবাসও পালন করা হয়। এটি করক চতুর্থী নামেও পরিচিত। এই উপবাসে বিবাহিত মহিলারা তাঁদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে করবা চৌথ উপবাস পালন করেন এবং ভগবান শিব, মা পার্বতী এবং কার্তিকের সঙ্গে গণেশের পূজা করেন। এই প্রতিবেদনে জানাব করবা চৌথের সঠিক সময়।

কার্তিক কৃষ্ণ চতুর্থী তিথি শুরু: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ সকাল ৬.৪৬ মিনিটে

কার্তিক কৃষ্ণ চতুর্থী তিথি সমাপ্তি: সোমবার, অক্টোবর ২১, ২০২৪ সকাল ৪.১৬ পর্যন্ত

করবা চৌথ উপবাস: রবিবার, ২০ অক্টোবর ২০২৪

করবা চৌথ পূজার মুহূর্ত: বিকেল ৫.৪৬ মিনিট থেকে ৭.০২ মিনিট পর্যন্ত

সময়কাল: ১ ঘণ্টা ১৬ মিনিট

করবা চৌথ উপবাসের সময়: ভোর ৬.২৫ থেকে সন্ধে ৭.৫৪ মিনিট

সময়কাল: ১৩ ঘণ্টা ২৯ মিনিট

করবা চৌথের চন্দ্রোদয়: সন্ধ্যা ৭.৫৪ মিনিট পর্যন্ত

You might also like!