Festival and celebrations

11 months ago

Festivals in November 2023: দীপাবলি থেকে ভাইফোঁটা, নভেম্বরে কবে কোন উৎসব পড়েছে?

Festivals in November 2023
Festivals in November 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেখতে দেখতে ২০২৩ সাল প্রায় শেষের পথে। শুরু হচ্ছে ইংরেজি ক্যালেন্ডারের ১১তম মাস নভেম্বর। উৎসব-অনুষ্ঠানে ভরপুর এই মাস। নভেম্বর জুড়ে রয়েছে একের পর এক উৎসব। মাস শুরু হবে করবা চৌথ উদযাপনের মধ্য দিয়ে। মূলত উত্তর ও উত্তর পশ্চিম ভারতে পালিত হয় এই ব্রত। স্বামীর মঙ্গল কামনার্থে বিবাহিত মহিলারা এই ব্রত পালন করেন। এছাড়াও, এই মাসে কালী পূজা, দীপাবলি, ভাইফোঁটার মতো উৎসব উদযাপিত হবে। জ্যোতিষ গণনা অনুযায়ী, নভেম্বরে বেশ কিছু গ্রহের গতিবিধিও পরিবর্তন হবে।

নভেম্বরে দেবোত্থান একাদশী ব্রতের মাধ্যমে শেষ হবে চতুর্মাস। তুলসী বিবাহ পালিত হবে। এই দিনে শ্রী বিষ্ণুর শালিগ্রাম রূপের সঙ্গে মা তুলসীর বিবাহ হয়। আসুন জেনে নেওয়া যাক, নভেম্বর মাসে কবে কোন ব্রত ও উৎসব উদযাপিত হতে চলেছে।

নভেম্বর মাসের ব্রত ও উৎসবের তালিকা

পয়লা নভেম্বর ২০২৩, বুধবার - করবা চৌথ

৯ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার - রমা একাদশী

১০ নভেম্বর ২০২৩, শুক্রবার - ধনতেরাস

১১ নভেম্বর ২০২৩, শনিবার - কালী চৌদস, মাসিক শিবরাত্রি

১২ নভেম্বর ২০২৩, রবিবার - কালী পূজা, দীপাবলি 

১৩ নভেম্বর ২০২৩, সোমবার - কার্তিক অমাবস্যা

১৪ নভেম্বর ২০২৩, মঙ্গলবার - গোবর্ধন পূজা

১৫ নভেম্বর ২০২৩, বুধবার - ভাইফোঁটা

 ১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার - কার্তিক পূজা 

১৯ নভেম্বর ২০২৩, রবিবার - ছট পূজা 

২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার - জগদ্ধাত্রী পূজা 

২৩ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার - দেবোত্থান একাদশী 

২৪ নভেম্বর ২০২৩, শুক্রবার - তুলসী বিবাহ 

২৬ নভেম্বর ২০২৩, রবিবার - রাসযাত্রা 

২৭ নভেম্বর ২০২৩, সোমবার - কার্তিক পূর্ণিমা, গুরুনানক জয়ন্তী

You might also like!