Festival and celebrations

10 months ago

Dhanteras 2023 : ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ ও অনুরাগ ঠাকুরের

Narendra Modi - Amit Shah
Narendra Modi - Amit Shah

 

নয়াদিল্লি, ১০ নভেম্বর : শুক্রবার দেশবাসীকে ধনতেরাসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর । প্রধানমন্ত্রী ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, মানুষ যেন সবসময় সুস্থ ও সমৃদ্ধ থাকে।

প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স হ্যান্ডেলে '-এ পোস্ট করেছেন, 'স্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধির প্রতীক উৎসব ধনতেরাসে আমার দেশের সমস্ত পরিবারের সদস্যদের অনেক অভিনন্দন। আমি কামনা করি ভগবান ধন্বন্তরীর কৃপায় আপনারা সকলে সর্বদা সুস্থ, সমৃদ্ধ ও সুখী থাকুন, যাতে উন্নত ভারতের সংকল্প নতুন শক্তি পায়।

এই শুভ উৎসবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 'এক্স'-এ বলেছেন, 'সমস্ত দেশবাসীকে ধনতেরসের আন্তরিক শুভেচ্ছা। ধনতেরাসের এই পবিত্র উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর 'এক্স'-এ পোস্ট করেছেন, 'ধনতেরাসের পবিত্র উৎসবে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। ভগবান ধন্বন্তরীর কৃপায় আপনি সুস্থ থাকুন। এই প্রার্থনা করি।

পৌরাণিক বিশ্বাস অনুসারে, আয়ুর্বেদের প্রবর্তক শ্রী ধন্বন্তরী হলেন ভগবান বিষ্ণুর অবতার। সমুদ্র মন্থনের সময় পৃথিবীতে তাঁর আগমণ ঘটেছিল। দীপাবলির দুই দিন আগে, ভগবান ধন্বন্তরীর অবতার ধনতেরাস হিসাবে উদযাপিত হয়।

You might also like!