Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Festival and celebrations

2 years ago

Durga Puja 2023 : দুর্গাপুজো নিয়ে প্রথা ভাঙল চিন! তারপর কী হল জানলে আবাক হবেন

Chinese Consulate gives special award to Kolkata's Durga Pujomandap (Symbolic Picture)
Chinese Consulate gives special award to Kolkata's Durga Pujomandap (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারত চিনের মধ্যে দুই দেশের রাজনৈতিক সীমানা নিয়ে প্রতিদিনই একটু একটু করে উত্তাপ বেড়ে চলেছে। সেই তিক্ততার উত্তাপ ছড়ালো এবারের আসন্ন দুর্গাপুজোতেও। এই প্রসঙ্গে বলে রাখি প্রতি বছর কলকাতার দুর্গা পুজোমণ্ডপ গুলোকে বিশেষ পুরস্কার দেয় চিনা  কনসুলেট। কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কে তিক্ততার আবহেই সেই পুরস্কার প্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল শি জিনপিং প্রশাসন। 

ভারত থেকে চিনে নিয়ে যাওয়া হয় মণ্ডপের কারিগরদের। তবে চলতি বছরে এই প্রথায় ছেদ পড়েছে। জানা গিয়েছে, ২০২৩ সালে আর পুজোমণ্ডপগুলোকে পুরস্কার দেবে না চিন। রবিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কলকাতার চিনা কনসাল জেনারেল ঝা লিউ। সেখানেই উঠে আসে এই প্রসঙ্গ।

লিউ বলেন, দুটি মণ্ডপকে পুরস্কৃত করার পরিকল্পনা ছিল। তবে চলতি বছর সেটা স্থগিত রাখা হচ্ছে। কেন এই সিদ্ধান্ত? চিনা কনসাল জেনারেল বলেন, চলতি বছরে মাত্র ৭ হাজার ভারতীয় চিনে যাওয়ার ভিসা পেয়েছেন। আগামী কয়েকদিনে হয়তো মাত্র দুজনকে ভিসা দেওয়া হতে পারে। তাছাড়াও ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা নেই বলেও সমস্যা হচ্ছে। এই নিয়ে চিনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন বলেও জানান লিউ। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছেন এই বিষয়টি নিয়ে।

You might also like!