Festival and celebrations

10 months ago

Chhatth Puja 2023 : দিল্লিতে ছটপুজোর প্রস্তুতি শুরু; শুধু চিন্তা বাড়াচ্ছে যমুনার জল, রাজনৈতিক তরজাও জারি

Chhat Puja (Symbolic Picture)
Chhat Puja (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ১৪ নভেম্বর : রাজধানী দিল্লিতে ছটপুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী ১৭ নভেম্বর ছটপুজো, তার আগে মঙ্গলবার থেকেই দিল্লির আইটিও ঘাট ছট উৎসব এবং আচার অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হচ্ছে। কিন্তু, চিন্তা বাড়াচ্ছে যমুনার জল। বিষাক্ত ফেনায় আবারও ছেয়ে গিয়েছে যমুনার জল। মঙ্গলবার যমুনার যেদিকে চোখ গিয়েছে সেদিকেই শুধুই বিষাক্ত ফেনা।

দিল্লিতে মাত্রাতিরিক্ত দূষণ ও যমুনার জল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অরবিন্দ কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে কংগ্রেস ও বিজেপি। দিল্লি কংগ্রেসের প্রদেশ সভাপতি অরবিন্দর লাভলি বলেছেন, "দিল্লি সরকার যমুনা নদী পরিষ্কার করতে ব্যর্থ হওয়ায়, লক্ষ লক্ষ মানুষ 'ছট পুজো' উদযাপনের জন্য নিজ নিজ শহরে যেতে বাধ্য হয়েছেন। পুজো কমিটিগুলি এখন ছট উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। যে কাজটি সরকারের করা উচিত ছিল তা এখন পুজো কমিটিগুলি করছে।

দিল্লিতে দূষণ প্রসঙ্গে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেছেন, "আবারও, দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে... অরবিন্দ কেজরিওয়াল ২০১৮ সালে পঞ্জাবের খড় পোড়ানোকে প্রধান কারণ হিসেবে দায়ী করতেন... গত দুই দিনে পঞ্জাবে খড় পোড়ানোর প্রায় ২৬০০টি ঘটনা ঘটেছে। পাঞ্জাবে এএপি সরকার এটি বন্ধ করতে কী করেছে?... দিল্লিতে দূষণের প্রধান কারণ অভ্যন্তরীণ... যানবাহন দূষণ এবং ধুলা নিয়ন্ত্রণের জন্য কী করা হয়েছিল?

You might also like!