Festival and celebrations

11 months ago

Durga Puja 2023 : বেলুড় মঠের কুমারী পুজোয় সকাল থেকে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা

Ashtami puja at Belur Math (Collected)
Ashtami puja at Belur Math (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রীতি মেনে ষোড়শপচারে মহাষ্টমীর পুজো চলছে বেলুড় মঠে। অষ্টমীতে বেলুড় মঠের অন্যতম আকর্ষণ কুমারী পুজো। নিষ্ঠাভরে প্রতি বছরের মতো এবারও কুমীর পুজোর আয়োজন চলছে বেলুড় মঠে। সকাল থেকেই চলছে বিশেষ পুজো পাঠ। প্রথমে দেবীর অঙ্গাভিষেক। এরপর দেবীকে নিবেদন করা হয় ফুল ফল। সন্ধ্যেতে রয়েছে নির্ঘণ্ট মেনে সন্ধিপুজো। মন্ত্রপাঠ, শাঁখের আওয়াজ, ঢাকের বোলে অষ্টমীর বেলুড় মঠে ভিন্ন মেজাজ। বেলুড় মঠের কুমারী পুজো দেখতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন প্রচুর ভক্ত ও দর্শনার্থী।

দুর্গাপুজোর দিনগুলিতে প্রচুর মানুষ বেলুড় মঠে যান দেবী প্রতিমা দর্শন করতে। তার মধ্যে অষ্টমীতে ভিড় বাকি দিনগুলির তুলনায় কিছুটা বেশিই থাকে। আশপাশের জেলাগুলি তো বটেই, এমনকী দূরবর্তী অনেক জেলা এবং ভিন রাজ্য থেকেও অনেকে আসেন বেলুড় মঠে কুমারী পুজো দেখার জন্য। বেলুড় মঠের দুর্গাপুজোর অন্যতম জনপ্রিয় একটি দিক হল অষ্টমীর কুমারী পুজো। কুমারীকে দেবী রূপে পুুজো করা হয় আজকের দিনে। অষ্টমীর ভোর থেকে শুরু হয়েছে পুজোর বিভিন্ন উপাচার। সকাল ৯টা থেকে শুরু হয়েছে বেলুড় মঠের কুমারী পুজো। এরপর সন্ধে সাড়ে সাতটা নাগাদ রয়েছে সন্ধিপুজো।

শাস্ত্র অনুযায়ী জানা যায়, বানাসুরকে বধ করতে দেবী দুর্গা কুমারীর রূপে আবির্ভূত হয়েছিলেন। সেই থেকেই দেবী দুর্গার কুমারী পুজোর প্রচলন। প্রতি বছর অষ্টমীর সকালে বেলুড় মঠ-সহ অন্যান্য বিভিন্ন মঠ ও মিশনে কুমারী পুজোর আয়োজন করা হয়ে থাকে। 

You might also like!