Festival and celebrations

10 months ago

Special Metro on Kali Puja 2023:কালীপুজোতেও চলবে বাড়তি মেট্রো

Special Metro on Kali Puja 2023
Special Metro on Kali Puja 2023

 

কলকাতা, ১১ নভেম্বর : দুর্গাপুজোর পর কালীপুজোতেও বাড়ছে মেট্রো। আগামী রবিবার দুটি স্পেশাল মেট্রো চলবে। দক্ষিণেশ্বর এবং কালীঘাটে পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে বিশেষ দুটি মেট্রো চালানোর সিদ্ধান্ত বলেই দাবি কর্তৃপক্ষের।

রবিবার অর্থাৎ কালীপুজোর দিন ডাউন এবং আপ লাইনে ৬৬টি করে মোট ১৩২টি মেট্রো চলবে। সকালে নির্দিষ্ট সময়েই শুরু হবে পরিষেবা। দমদম-দক্ষিণেশ্বর, কবি সুভাষ-দক্ষিণেশ্বর, দমদম-কবি সুভাষ, দক্ষিণেশ্বর-কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়।

বাড়তি মেট্রো পাওয়া যাবে রাতে। সাধারণত কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে রাত ৯টা ২৭ মিনিটে ছাড়ে শেষ মেট্রো। দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ২৮ মিনিটে। তবে কালীপুজোয় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে রাত ১০টায় ছাড়বে শেষ মেট্রো।জোকা-তারাতলা এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধই থাকবে।


You might also like!