Entertainment

2 months ago

Shahrukh Khan: কোথায় মৃত্যু বরণ করবেন কিং খান? প্রকাশ্যে জানালেন অভিনেতা!

Shahrukh Khan
Shahrukh Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- টলি-বলি-হলি সর্বত্রই লাইম লাইট জুড়ে আছেন অভিনেতা শাহরুখ খান। একাধিক ব্লকবাস্টার ছবি রয়েছে কিং খানের ঝুলিতে। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে তিনিই হলেন বলিউডের ধনী অভিনেতা। নব্বই দশক ধরে এখন দাপিয়ে অভিনয় করে চলেছেন তিনি। এবার এই কিং খান নিজেই মৃত্যু নিয়ে করলেন এক ইচ্ছা প্রকাশ।

সম্প্রতি লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। যেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি সবসময় অভিনয় করতে চান কিনা? তিনি তখন মাথা নেড়ে উত্তর দেন, ‘আমি কি সবসময় অভিনয় করব? হ্যাঁ, আমি মরার আগ পর্যন্ত কাজ করব। আমি বললাম, ‘না, যতক্ষণ না আপনারা সবাই বলছেন এটা ঠিক আছে, আপনারা সবাই বলবেন না এটা আমার জন্য ঠিক আছে। হ্যাঁ, আমি সবসময় অভিনয় পছন্দ করব।

You might also like!