Entertainment

3 months ago

Yash-Nusrat: “প্রথম পক্ষের ছেলে কোথায়?” ,ঈশানের জন্মদিনে যশকে খোঁচা নেটিজেনদের!

Yash-Nusrat (Symbolic Picture)
Yash-Nusrat (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- অভিনেত্রী নুসরত জাহান ও অভিনেতা যশ দাসগুপ্তের ছেলে ঈশানের জন্ম নিয়ে অনেক জলগোলা হয়েছে। আবার তিন বছর বাদে ঈশানের জন্মদিনেই উঠে এল সেই পুরনো কাহিনী।

বিগত কিছু দিন আগে যশ-নুসরতরাও আয়োজন করেছিলেন বিশেষ জন্মদিনের অনুষ্ঠানের। সেখানে বাবার সঙ্গে আদুরে মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে ঈশান। এই ছবি ভিডিয়ো দেখেই যশের দিকে প্রশ্ন বান ছুঁড়ে দেন নেটিজেনরা। অনেকেরই দাবি, কোথায় বড় ছেলেকে নিয়ে তো কোনও কথা বলতে শোনা যায় না। এক জন মন্তব্য করেছেন,”প্রথম পক্ষের ছেলের জন্মদিন এই ভাবে পালন করেছেন কখনও। ” আবার কেউ লিখেছেন,”বড় ছেলে কোথায়? শুধু ছোট ছেলেকে নিয়ে থাকলে হবে?” 

প্রসঙ্গত,  যশের আগের পক্ষেরও একটি ছেলে রয়েছে। শোনা যায়, দুই ভাই মাঝে মাঝে একসঙ্গেই থাকেন। তবে এমনিতে যশের বাবার কাছেই থাকে নায়কের প্রথম পক্ষের সন্তান। সেখানেই নাকি সে পড়াশোনা করে। তবে তার কোনও ছবিও এখনও পর্যন্ত সে ভাবে প্রকাশ্যে আসেনি। 

You might also like!