Entertainment

8 months ago

Dadagiri 10: অর্থের চেয়েও জরুরী বিশেষ কিছু জিনিস! দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে জীবন শিক্ষা দিলেন মহারাজ

Maharaj taught life by standing on the stage of Dadagiri
Maharaj taught life by standing on the stage of Dadagiri

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দাদাগিরির মঞ্চে খেলতে এসেছিলেন জি বাংলার জনপ্রিয় এবং সদ্য শুরু হওয়া ধারাবাহিক মিঠিঝোরার সদস্যরা। সেখানে আড্ডার মাঝে এই ধারাবাহিকের কলাকুশলীদের জীবনের সেটা তিনটি শিক্ষার বিষয়ে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এদিন মিঠিঝোরা ধারাবাহিকের অন্যতম শিল্পী এবং অভিনেতা সপ্তর্ষি রায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে কথায় কথায় জিজ্ঞেস করেন, 'তোমার মতো একজন লড়াকু মানুষ, তোমার জীবন থেকে পাওয়া সেরা তিনটি শিক্ষা কী যা তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে চাও যাতে আমরাও সেগুলো মেনে চলতে পারি।' উত্তরে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, 'জীবনের সব থেকে জিনিস হল অ্যাটিটিউড। আরেকটি হল, সবার জীবনে কিছু একটা জিনিস খুব কাছের হয়। যেমন আমার ক্রিকেট, তোমাদের অভিনয়। যেটা মনকে আনন্দ দেয় সেটাই করবে।'

তিনি তারপর ব্যাখ্যা করে ফেলেন, 'অনেক সময় টাকা দিয়ে সবটা বিচার করে ফেলি। ওটা জরুরি, আমি বলছি না যে টাকা জরুরি নয়। ওটা জরুরি। কিন্তু তবুও বলব জীবনে নিজের স্বপ্নের পিছনে ছুটে চলা, পূরণ করাটাও জরুরি।' সৌরভের এই কথায় মুগ্ধ হয়ে যান সকলে। হাততালি দিয়ে অভিবাদন জানান তাঁকে।

You might also like!