দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আপাতত নিজের আগামী ছবি ডাঙ্কির প্রচারে ব্যাস্ত শাহরুখ। এই ছবিতেই রাজকুমার হিরানির সঙ্গে প্রথম কাজ করছেন অভিনেতা। এর আগে পরপর দুটি অ্যাকশন ছবি উপহার দিয়েছেন শাহরুখ খান। তবে এটি একেবারেই অন্য ঘরানার ছবি।
সম্প্রতি দুবাইতে অনুরাগীদের সঙ্গে সিনেমার প্রোমোশন চলাকালীন বেশ অন্যরকম মুডে ধরা দিলেন বলি বাদশা। ছবির পাশাপাশি উঠে এল তিন ছেলেমেয়ের কথা। বরাবরই শাহরুখ দাবি করেন পার্টি করার থেকে ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটানো তাঁর বেশি প্রিয়। ওদের পড়তে বসানো, নিজের মা-বাবার গল্প শোনানো-র মতো নানা কাজ করে থাকেন। শুধু তাই নয়, নিজের হাতে রেঁধেও খাওয়ান সুহানা-আব্রাম-আরিয়ানদের।
তবে এবার অভিনেতার মুখে শোনা গেল তাঁর সন্তানদের ঘিরে এক অন্যরকম কথা। ছেলে-মেয়েদের সঙ্গে বসে মাঝে মাঝে নিজের সিনেমাও দেখেন তিনি। শাহরুখের কথাতে, ‘আমি মাঝে মাঝে বিশ্বাসই করতে পারি না এতদিন কাটিয়ে ফেললাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মাঝে মাঝেই ওদেরকে ডেকে নেই একসঙ্গে বসে আমার সিনেমা দেখার জন্য।’
‘প্রথমদিকে যখন ওদের সিনেমা দেখাতাম, ওরাও খুব ভালো ব্যবহার করত। আর এখন সিনেমা দেখে বলতে বসে ‘বাবা তোমাকে দেখতে কেমন লাগছে’, ‘এ বাবা চুলটা এরকম হয়ে আছে’-র মতো নানা কথা। একটু অস্বস্তিই হয় ওদের মুখ থেকে এসব শুনতে।’