দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- যেদিন থেকে এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুন হয়েছে, সেদিন থেকেই একাধিক হুমকির মুখে পড়তে হয়েছে সলমন খানকে। তারপরই তাঁর নিরাপত্তা বাড়িয়েছে মুম্বই পুলিশ। তিনি যেখানেই যাচ্ছেন, সঙ্গে রয়েছে একাধিক নিরাপত্তারক্ষী। এরই মাঝে শুরু হয়েছে ‘বিগ বস্ ১৮’-এর শুটিং।
তিনি প্রতিদিন সেই শুটিংয়ে সামিল হচ্ছেন প্রচুর নিরাপত্তারক্ষী নিয়ে। এদিকে নির্মাতারাও বিশেষভাবে সচেতন অভিনেতার নিরাপত্তা নিয়ে। ফলে ‘বিগ বস্ ১৮’-এর সেটে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কড়া নজরদারি। এবার প্রশ্ন হল অভিনেতার সঙ্গে প্রতিমুহূর্তে কটা নিরাপত্তারক্ষী রয়েছে? সূত্রের খবর, শুধুমাত্র সলমনের সুরক্ষার জন্য তাঁর সঙ্গে ৬০ জন নিরাপত্তারক্ষীকে আনা হয়েছে।এই ঘটনার পর থেকে সলমনকে ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে মহারাষ্ট্র সরকার। রাজনীতিবিদ বাবা সিদ্দিককে হত্যার পর সালমান খানের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এ পরিস্থিতির মধ্যেও বিগ বসের শুটিং বন্ধ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন সালমান খান। কঠোর নিরাপত্তার মাঝে আজ শুটিং করবেন তিনি।
সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতেও বিগ বসের সেটে গিয়েছিলেন সালমান খান। কড়া নিরাপত্তার মাঝেই শুটিং করবেন তিনি। তাঁর জন্য ইতিমধ্যেই পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে।
১২ অক্টোবর মুম্বইয়ে বাবা সিদ্দিকি খুন হন। ঠিক সেই সময়ই ‘সিকন্দর’ ছবির শুটিং করছিলেন ভাইজান। খবর পাোয়ার সঙ্গে সঙ্গে তিনি শুটিং ফ্লোর থেকে সরাসরি হাসপাতালে পৌঁছে যান। পরের দিন অভিনেতা সিদ্দিকির শেষকৃত্যেও উপস্থিত ছিলেন। সেখানে কোনও নিরাপত্তারক্ষী তাঁর সঙ্গে ছিল না। পরবর্তীকালে হুমকির সংখ্যা যত বাড়তে থাকে, সেই সঙ্গে বাড়তে থাকে তাঁর নিরাপত্তারক্ষীর সংখ্যাও।