Entertainment

2 months ago

Salman Khan received threats again:ফের হুমকি পেলেন সলমন খান, মুম্বইয়ে অভিনেতার বাড়িতে নিরাপত্তা আঁটোসাঁটো

Salman Khan received threats again
Salman Khan received threats again

 

মুম্বই, ১৮ অক্টোবর : ফের হুমকি পেলেন অভিনেতা সলমন খান, নতুন এই হুমকির প্রেক্ষিতে মুম্বইয়ে অভিনেতার বাড়ির বাইরে ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। এদিকে, সলমনের ফার্মহাউসে হামলার ষড়যন্ত্রের মূল অভিযুক্তকে হরিয়ানা থেকে গ্রেফতারের পর অভিনেতার পানভেল ফার্মহাউসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সলমন খান ৫ কোটি টাকা না দিলে তাঁর পরিণতিও হবে বাবা সিদ্দিকির মতো, এমনই হুমকি-বার্তা এসেছে মুম্বই পুলিশের কাছে। হুমকি-বার্তা পেয়েই নড়েচড়ে বসেছে পুলিশ। হুমকি-বার্তা কারা পাঠাল, এর নেপথ্যে লরেন্স বিশ্নোই গোষ্ঠী রয়েছে কি না, তা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনই বলিউড তারকার নিরাপত্তাও নিশ্ছিদ্র রাখতে চাইছে পুলিশ।

প্রসঙ্গত, বুধবারই সলমনকে খুনের ছক কষার অভিযোগে হরিয়ানার পানিপত থেকে সুখ ওরফে সুখবীর বলবীর সিং নামে এক জনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই ব্যক্তি বিশ্নোই দলের সদস্য।


You might also like!