Entertainment

3 months ago

Salman-Rekha:রেখাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সলমন, উত্তরে রেখা দিলেন মোক্ষম জবাব!

Salman-Rekha (Symbolic Picture)
Salman-Rekha (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন রেখা। ৯০ দশকে একাধিক হিট ছবিতে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। প্রায়শই যতবার সলমন খান ও রেখাকে দেখা গিয়েছে, ততবারই তাঁরা একে অন্যের সঙ্গে এক মিষ্টি মধুর সাক্ষাতে ফ্রেম বন্দী হয়েছেন। তবে সামনে এল ভাইজানের দেওয়া রেখাকে বিয়ের প্রস্তাব।

রেখা নিজের মুখে সকল রহস্য ফাঁস করলেন এক রিয়্যালিটি শোতে। রেখার কথায় তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সলমন খান। বলেছিলেন, তাঁর জন্য একটু অপেক্ষা করতে।

যদিও এ ঘটনা বহু আগের। হাসতে হাসতে রেখা বলেন সলমন তখন ছোট্ট, রেখাকে তার বেশ পছন্দ হয়েছিল। তখনই সকলের সামনে সলমন খান নাকি বলে বসে ছিলেন, তিনি রেখাকে বিয়ে করতে চান। তবে কিছুদিন অপেক্ষা করতে হবে। যতদিন না তিনি বড় হচ্ছেন এবং বিবাহযোগ্য হচ্ছে না। কথা শুনে বেজায় হেসেছিলেন রেখা। ছোট্ট সলমনের মনের সেই আবদারের কথা আজও ভলেননি তিনি।

You might also like!