দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- অসাধারণ অভিনয় এবং ধনী, এই
দুই শব্দ পাশাপাশি রাখলেই সকলের শাহরুখ খান না হলে সলমন খানের কথা মনে পড়ে। তবে তাঁর
থেকেও অসাধারণ অভিনয় দক্ষতা এবং ধনী অভিনেতা রয়েছে এই ভারতে।
তিনি হলেন ৩১০০ কোটির মালিক
তেলেগু সুপারস্টার নাগার্জুন আক্কিনেনি। গত ২৯ অগাস্ট ৬৫ বছরে পা দিলেন তিনি।
বিগত চার দশক ধরে চুটিয়ে অভিনয় করছেন। ৪০ বছরের কঠোর পরিশ্রমে বিপুল সম্পদের মালিক
তিনি। তবে শুধু চলচ্চিত্র নয়, নাগার্জুনের ব্যক্তিগত জীবনও সমান রঙিন। নানা ঘটনার কারণে
বারবার সংবাদ শিরোনামে থেকেছেন তিনি। একটা নয়, দুটো বিয়ে করেছেন।
তারপরেও ১৩ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে প্রেম করেছেন চুটিয়ে। ১৯৮৬ সালে ‘বিক্রম’ ছবি
দিয়ে সিনে দুনিয়ায় পা রেখেছিলেন নাগার্জুন। প্রথম ছবিই সুপারহিট। এরপর আর পিছনে ফিরে
তাকাতে হয়নি। ‘বিবাহিত নায়ক’ শুনলে অনেকেই
নাক কুঁচকোন। নাগার্জুন এক্ষেত্রেও ব্যতিক্রম। সিনেমা ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার আগেই
লক্ষ্মী দগ্গুবতীকে বিয়ে করেছিলেন তিনি। লক্ষ্মী ছিলেন চলচ্চিত্র নির্মাতা ডি রামানাইডুর
কন্যা এবং অভিনেতা ভেঙ্কটেশ ও প্রযোজক সুরেশ বাবুর বোন। ১৯৮৬ সালে তাঁদের এক ছেলে হয়,
নাম নাগা চৈতন্য। কিন্তু তার চার বছর বাদেই বিবাহবিচ্ছেদ। লক্ষ্মীর সঙ্গে বিচ্ছেদের
পর ১৯৯২ সালে অভিনেত্রী অমলার সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েন নাগার্জুন। তাঁদেরও এক পুত্র
হয়, নাম অখিল। এরপর এক বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নাগার্জুন। দীর্ঘদিন
সেই সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন দু’জনেই। অবশ্য পরে তাঁরা আলাদাও হয়ে যান। এই অভিনেত্রী