Entertainment

8 months ago

Meet the 26th national award winning artists:আগামী ২৬শে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের নিয়ে মিলন সভা

Actress Roopa Ganguly
Actress Roopa Ganguly

 

কলকাতা  : এতদিন যে শিল্পীরা জাতীয় পুরস্কার পেয়েছেন, তাঁদের নিয়ে হবে এক মিলন সভা। নাম, 'বাংলার জাতীয় গৌরব'। শিল্পীদের নিয়ে এই অভিনব অনুষ্ঠানের দিন ধার্য হয়েছে আগামী ২৬ ফেব্রুয়ারি।

পরিচালক রামকমল মুখার্জি ও অভিনেত্রী রূপা গাঙ্গুলির সহযোগিতায় এর আয়োজন করছেন সঙ্গীতা সিনহা। সঙ্গীতার দাবি, “এর আগে বাংলায় এমন কোনও অনুষ্ঠান হয়নি। এ ছাদের তলায় এতজন প্রতিভাবান ব্যক্তিদের আনতে পেরে আপ্লুত। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"- কবিগুরুর লেখা এই গান প্রত্যেকটি বাঙালির নিজের মনের কথা।

সঙ্গীতা বলেন, “বাংলা আসলে আমাদের বড় অভিমানের জায়গা। কত প্রবাসী বাঙালি যারা বাইরের দেশে থাকেন, কিন্তু নিজেদের মধ্যে কোথাও ঠিক বাঁচিয়ে রেখেছেন একটা বাংলাকে। এমনই মায়া এই বাংলার মাটির। আর আমাদের এই প্রিয় বাংলাকে যারা শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বের মাঝে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন, তাদের আমরা কুর্নিশ জানাই।

সেই সব মানুষ যারা নিজেদের প্রতিভা এবং নিরলস পরিশ্রমের দ্বারা বিভিন্ন ক্ষেত্রে বাংলাকে নক্ষত্রের মতন উজ্জল করে তুলেছেন সারা পৃথিবীর আকাশে, তারা প্রত্যেকটি বাঙালির গর্ব। তারা আমাদের জাতীয় গর্ব। বাঙালি হিসাবে আমরা যেন তাদের এই অবদানের প্রাপ্য সম্মান তাদের দিতে পারি। প্রত্যেকটি বাঙালির মনে যেন তাদের নাম চিরস্মরণীয় হয়ে থাকে এই আমাদের উদ্দেশ্য।”

জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী রূপা জানান, 'এরকম একটা উদ্যোগ সত্যিই আগে নেওয়া হয়নি। জাতীয় পুরস্কার পেয়ে রাজ্যের মাটিতে ফেরার পর সেই মানুষটাকে সম্মানিত করা উচিৎ। তাঁদের সবাইকে এক ছাদের তলায় আনাটা সত্যিই খুব ভালো সিদ্ধান্ত।' রামকমলবাবু ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কৌশিক গাঙ্গুলি, চুর্ণি গাঙ্গুলি, মিঠুন চক্রবর্তী প্রমুখ।

You might also like!