Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Entertainment

1 month ago

Celebrity Update: জয়ম রবির তিরুমলা সফর নিয়ে ক্ষুব্ধ স্ত্রী আরতি, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া!

Jayam Ravi controversy
Jayam Ravi controversy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দক্ষিণী চলচ্চিত্র জগতে ফের আলোড়ন। জনপ্রিয় অভিনেতা জয়ম রবি সম্প্রতি গায়িকা ও স্পিরিচুয়াল হিলার কেনিশা ফ্রান্সিস-এর সঙ্গে তিরুমলা ভেঙ্কটেশ্বর মন্দির দর্শনে যান। তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

মন্দির দর্শনের এই সফরকে কেন্দ্র করেই রবির ব্যক্তিগত জীবনকে ঘিরে জল্পনা আরও তীব্র হয়ে উঠেছে। কারণ, রবির স্ত্রী আরতি এই ঘটনার কিছু পরেই সামাজিক মাধ্যমে একটি রহস্যময় বার্তা পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন—“আপনি অন্যকে ঠকাতে পারেন, নিজেকেও হয়তো ভুল পথে চালাতে পারেন, কিন্তু ঈশ্বরকে কখনও ঠকানো যায় না।” স্বাভাবিকভাবেই এই পোস্টকে অনেকেই রবির তিরুমলা সফরের সঙ্গে যুক্ত করে দেখছেন। ঘটনার তাৎপর্য আরও বাড়ছে এই কারণে যে, জয়ম রবি ও আরতির সম্পর্কে টানাপোড়েন চলছে বহুদিন ধরেই। শোনা যাচ্ছে, তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা আদালতে রয়েছে এবং আরতি মাসে প্রায় ৪০ লক্ষ টাকা ভরণপোষণ দাবি করেছেন। এই প্রেক্ষাপটে রবির অন্য এক মহিলার সঙ্গে মন্দির সফর যে নতুন প্রশ্ন তুলবে, তা সহজেই অনুমেয়।  


ভিডিও এবং ছবিতে দেখা যায়, রবি ও কেনিশা ফ্রান্সিস একসঙ্গে মন্দির থেকে বেরিয়ে আসছেন। গোপন রাখার চেষ্টা সত্ত্বেও ভক্ত এবং মিডিয়ার ক্যামেরায় ধরা পড়ে যান তাঁরা। মুহূর্তের মধ্যেই ছবি ভাইরাল হয়ে যায়। এরপরেই আরতির সেই রহস্যময় পোস্ট আলোচনার কেন্দ্রে চলে আসে।মিডিয়ার একাংশ এই সফরকে কেবল ধর্মীয় ভ্রমণ বলে মনে করলেও, অধিকাংশ দর্শক এবং অনুরাগী মনে করছেন এর পেছনে আরও গভীর সম্পর্কের ইঙ্গিত রয়েছে। কেউ লিখেছেন, “ধর্মকে আড়াল করে হয়তো আরও কিছু লুকোনো আছে।” আবার কারও মতে, “যা-ই হোক না কেন, স্ত্রীকে আঘাত করা উচিত হয়নি।”  অন্যদিকে, রবির ভক্তদের একাংশ এই ঘটনার বিরোধিতা করছেন। তাঁদের দাবি, ব্যক্তিগত সম্পর্কের সমস্যাকে এভাবে জনসমক্ষে টেনে আনা উচিত হয়নি। তবে আরতির বক্তব্যের ইঙ্গিত যে সরাসরি রবির দিকেই, তা প্রায় সকলেই মেনে নিচ্ছেন। জয়ম রবি দক্ষিণী ছবির প্রথম সারির অভিনেতা। তাঁর বহু সফল ছবি রয়েছে। সেই জনপ্রিয়তার কারণেই ব্যক্তিগত জীবনকে ঘিরে এত চর্চা স্বাভাবিক। তবে তিরুমলার মতো একটি পবিত্র স্থানে গিয়ে স্ত্রী ছাড়া অন্য কারও সঙ্গে দেখা দেওয়ায় তাঁর ভাবমূর্তি যে কিছুটা হলেও প্রশ্নের মুখে পড়েছে, তা আর অস্বীকার করার উপায় নেই। 

সব মিলিয়ে, এই ঘটনার ফলে রবি–আরতির সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে এখন তীব্র কৌতূহল তৈরি হয়েছে ভক্তমহলে। তাঁদের ভবিষ্যৎ পারিবারিক জীবন কি ভাঙনের মুখে পড়বে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে এই ঝড় থেমে যাবে—এই প্রশ্নের উত্তর আপাতত সময়ই দেবে। 

You might also like!