Entertainment

1 year ago

Arbaaz Khan : বলি পাড়ায় জোর জল্পনা! আগামী বছরেই কি নতুন সংসার শুরু আরবাজের?

Arbazz Khan (File picture)
Arbazz Khan (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কয়েক সপ্তাহ আগেই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিকা জর্জিয়া আন্দ্রিয়ানি। তার এক মাসের মাথায় নাকি ফের প্রেমে পড়েছেন সলমন খানের ভাই। শুধু তাই-ই নয়, কানাঘুষো শোনা যাচ্ছে, নিজের নতুন প্রেমিকার সঙ্গে খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরবাজ। খবর, চলতি মাসে বড়দিনের আগেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।খবর, আগামী ২৪ ডিসেম্বর নাকি নিজের নতুন প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন আরবাজ। 

কে সেই প্রেমিকা? তিনি হলেন রূপটান শিল্পী সুরা খান। খবর, তাঁদের আসন্ন ছবি ‘পাটনা শুক্লা’-র সেটে একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি বন্ধুত্ব তৈরি হয় আরবাজ এবং সুরার মধ্যে। সেই বন্ধুত্বই গড়ায় প্রেমে। বলিপাড়ার অন্দরের খবর, নিজেদের প্রেমকে পরিণতি দিতে আগ্রহী তাঁরা দু’জনেই। সেই কারণেই নাকি তড়িঘড়ি বিয়ের প্রস্তুতি নিয়েছেন তাঁরা। শোনা যাচ্ছে, আগামী ২৪ ডিসেম্বর ব্যক্তিগত পরিসরেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন আরবাজ এবং সুরা। তাঁদের বিয়ের অনুষ্ঠানে নাকি স্রেফ পরিজন এবং যুগলের কাছের বন্ধুরাই উপস্থিত থাকবেন। যদিও এখনও নিজেদের সম্পর্ক বা বিয়ের সিদ্ধান্ত নিয়ে জনসমক্ষে মুখ খোলেননি আরবাজ বা সুরা কেউই।

১৯ বছরের দাম্পত্যজীবনের পর ২০১৭ সালে মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় আরবাজের। তার পরেই ইটালিয়ান মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির প্রেমে পড়েন সলমনের ভাই। চার বছরের থেকে বেশি সময় জর্জিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে ২২ বছরের ছোট জর্জিয়ার সঙ্গেও সম্পর্ক টেকেনি আরবাজের। যদিও কয়েক সপ্তাহ আগে বিচ্ছেদ নিয়ে মুখ খুলে জর্জিয়া জানান, প্রেম ভাঙলেও সারা জীবন একে অপরের ভাল বন্ধু থাকবেন তাঁরা।

You might also like!