Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Entertainment

1 year ago

Felu Bokshi : বন্দুক, পাশে এক বাটি রসগোল্লা, 'ফেলুবক্সী' হয়ে কোন রহস্য় সমাধান করবেন সোহম ? প্রকাশ্যে ঝলক

Felu Bokshi
Felu Bokshi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শহরে নতুন গোয়েন্দা । 'ফেলুবক্সী' হয়ে রহস্য সমাধান করতে আসছেন সোহম চক্রবর্তী । সঙ্গী হচ্ছেন মধুমিতা সরকার । দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী পরীমণিকে । কলকাতায় চলছে শুটিং । এরই মধ্যে সামনে এল সিনেমার প্রথম ঝলক । সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন সোহম ।

সিনেমার ফার্স্ট লুক পোস্টারে দেখা যাচ্ছে, 'টেবিলে রাখা এক বাটি সাদা রসগোল্লা । আর তার পাশেই রাখা পিস্তল ।' সেইসঙ্গে সিনেমার কলাকুশলীদের নামও দেখা গেল ফার্স্ট লুকে । জানা গিয়েছে, সোহমের চরিত্রের নামেই সিনেমার নামকরণ । এটা একেবারেই একটি থ্রিলার ঘরানার ছবি । ছবিটি পরিচালনা করছেন দেবরাজ সিনহা।

সিনেমায় ফেলুবক্সী-র চরিত্রে অভিনীত সোহমকে দেখা যাবে একজন চতুর, টেক-স্যাভি চরিত্রে । সর্বোপরি সে এক সাধারণ বাঙালি পরিবারের ছেলে । খেতে খুব ভালবাসে সে । আর সঙ্গে রহস্য সমাধান করতে । তাঁকে সঙ্গী হতে চান মধুমিতা । দেবযানী-র চরিত্রে দেখা যাবে মধুমিতাকে । পেশায় রেডিও জকি । অন্যদিকে, পরীমণি-র চরিত্রের নাম লাবণ্য । এছাড়াও বিশেষ ভূমিকায় দেখা যাবে শতাফ ফিগারকে । পুজোর পরেই ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে ।


You might also like!