Entertainment

1 day ago

Priya Marathe death:সুশান্ত সিংহ রাজপুতের সহ-অভিনেত্রী প্রিয়া, অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড

Sushant Singh Rajput co-star dies
Sushant Singh Rajput co-star dies

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নেমে এল শোকের ছায়াপ্রয়াত অভিনেত্রী প্রিয়া মারাঠে, বয়স হয়েছিল মাত্র ৩৮। সুশান্ত সিংহ রাজপুত অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রতিভাবান অভিনেত্রী, তাঁর অকাল প্রয়াণে স্তম্ভিত বিনোদন জগৎ।

দীর্ঘ দিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন মীরা। গত কয়েক দিনে শারীরিক অবনতি হয়েছিল তাঁর। মুম্বইয়ের মীরা রোডের বাড়িতেই প্রয়াত হন প্রিয়া

হিন্দি ও মরাঠি ধারাবাহিকের অতি পরিচিত মুখ ছিলেন প্রিয়া। ‘পবিত্র রিশতা’ ছাড়াও ‘তু তিথে মে’, ‘সাথ নিভানা সাথিয়া’, ‘উত্তরণ’, ‘ভাগে রে মন’-এর মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

প্রিয়াকে শেষ দেখা গিয়েছিল একটি মরাঠি ধারাবাহিকে। সেই ধারাবাহিকটি ২০২৪ সালের জুন মাসে শেষ হয়প্রিয়ার মৃত্যুর খবরে শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা

গত বছর ১১ অগস্ট মাসে তিনি শেষ পোস্ট করেছিলেন সমাজমাধ্যমেস্বামীর সঙ্গে জয়পুর বেড়াতে যাওয়ার ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি। তার পর থেকে তাঁর সমাজমাধ্যমে আর কোনও পোস্ট বা ছবি নেই। ২০১২ সালে শান্তনু মোঘেকে বিয়ে করেছিলেন প্রিয়া

You might also like!