Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Entertainment

10 months ago

Aamir Khan :আমিরের আক্ষেপ, আমিরের ইচ্ছা

Aamir Khan
Aamir Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  ‘সব সময় আমার লক্ষ্য ছিল দর্শকের মন জয় করা। কিন্তু আমি আমার পরিবার ও সন্তানদের সময় দিতে পারিনি। সন্তানেরা যখন ছোট ছিল, তখন ওদের চিন্তাভাবনা এবং ওরা কী চায়, সে বিষয়ে আমি কিছুই জানতাম না। অথচ আমি আমার টিম ও পরিচালকদের ব্যাপারে সবকিছু জানতাম। কিন্তু আমার সন্তানদের কতটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হতো, সে ব্যাপারে কিছুই আমার জানা ছিল না।’ আবেগপ্রবণ হয়ে কথাগুলো বলেছিলেন বলিউড সুপারস্টার আমির খান। তখন তাঁর চোখের কোণে জল চিকচিক করছিল!

এ কথা বলার অপেক্ষা রাখে না যে হাজার হাজার ভক্তের হৃদয়ে বাস করেন আমির খান। দশকের পর দশক ধরে বলিউড সাম্রাজ্যে রাজত্ব করছেন তিনি। সিনেমার জগতের মানুষদের নিয়ে আমির গড়ে তুলেছেন এক পরিবার। কিন্তু অজান্তেই নিজের পরিবার তাঁর থেকে দূরে সরে গিয়েছিল। ৫৯ বছর বয়সী এই অভিনেতার গলায় এখন শুধুই আক্ষেপ।

আমির এই সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাঁর মেয়ে আইরা মানসিক অবসাদ থেকে বের হয়ে অনেক ভালো আছে। এখানেও আক্ষেপ, ‘ওই সময় আইরার আমাকে প্রয়োজন ছিল। কিন্তু আমি ওকে সময় দিতে পারিনি। আমার ছেলে জুনাইদ আমাকে ছাড়াই বড় হয়ে উঠেছে।’

সম্প্রতি দেওয়া এই সাক্ষাৎকারে আমির জানিয়েছেন যে তিন বছর আগেই সিনেমা জগৎ ছাড়ার কথা ভেবেছিলেন তিনি। পরিবারকে সময় দিতে চেয়েছিলেন। আমিরের এই সিদ্ধান্তে তাঁর দ্বিতীয় স্ত্রী কিরণ রাও, আইরা আর জুনাইদ ভীষণ অবাক হয়েছিলেন। এ প্রসঙ্গে আমিরের ভাষ্য, ‘জুনাইদ আর আইরা অবাক হয়ে প্রশ্ন করেছিল যে আমি কেমন করে সিনেমা ছাড়তে পারি। কারণ, ৩০ বছর ধরে আমি পাগলের মতো শুধু এটাই করে এসেছি।’ এই বলিউড তারকা জানান যে তাঁর এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছিলেন কিরণ। আমির বলেন, ‘কিরণ আমায় বলেছিল যে আমি এখন এর গুরুত্ব বুঝতে পারছি না। ও বলেছিল যে আমি সিনেমার সন্তান। সিনেমার জন্যই জন্মেছি। কিরণ বলেছিল যে সিনেমা ছাড়া আমার জীবন দুনিয়া ছাড়ার সমান। কিরণ আরও বলেছিল যে ও ওই দুনিয়ার-ই এক অংশ। তাই আমার সিনেমাকে ছাড়া মানে ওকেও ছাড়া।’

আমির দীর্ঘদিন ধরে তিল তিল করে বানিয়েছিলেন তাঁর স্বপ্নের ছবি ‘লাল সিং চড্ডা’। এই ছবির ভরাডুবির পর মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন তিনি। মানসিক অবসাদ কাটিয়ে ওঠার জন্য এই বলিউড সুপারস্টার থেরাপিও নিয়েছিলেন। বেশ কিছু দিন সিনেমার জগৎ থেকে দূরে ছিলেন তিনি।

আমির দীর্ঘদিন ধরে তিল তিল করে বানিয়েছিলেন তাঁর স্বপ্নের ছবি ‘লাল সিং চড্ডা’। এই ছবির ভরাডুবির পর মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন তিনি। মানসিক অবসাদ কাটিয়ে ওঠার জন্য এই বলিউড সুপারস্টার থেরাপিও নিয়েছিলেন। বেশ কিছু দিন সিনেমার জগৎ থেকে দূরে ছিলেন তিনি।১৯৮৬ সালে প্রথম রীনাকে বিয়ে করেছিলেন আমির। আমির আর রীনার দুই সন্তান হলো জুনাইদ আর আইরা। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে কিরণ রাওকে বিয়ে করেন আমির। সারোগেসির মাধ্যমে আমির ও কিরণের জীবনে আসে ছেলে আজাদ। ২০২১ সালে এই দম্পতি আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।

‘মিস্টার পারফেকশনিস্ট’ আরও জানান যে ছায়াছবির জগৎ ও সমাজ থেকে তিনি প্রচুর ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন। তাই এর প্রতিদান হিসেবে তিনি বেশি বেশি ছবি নির্মাণ করতে চান। তাঁর ভাষ্য, ‘সমাজ আমাকে অনেক কিছু দিয়েছে। তাই আমি সিনেমার মাধ্যমে সমাজকে কিছু ফিরিয়ে দিতে চাই। প্রতিবছর সিনেমায় অভিনয় করতে পারব না, তবে আমি সিনেমা প্রযোজনা করতে পারব। নতুন প্রতিভাবান অভিনেতাদের জন্য আমি একটা মঞ্চ বানাতে চাই, যাতে মানুষ “লাপাতা লেডিস”-এর মতো ছবি দেখতে পান।’

You might also like!