Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 (সোমবার, মার্চ ২৭,২০২৩ )

10
10

 

১/ সংখ্যালঘু দফতর নিজের হাতে নিলেন মমতা

সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা দফতরের দায়িত্ব নিজের হাতে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত দিন ওই দফতরের দায়িত্বে ছিলেন গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানি। তাঁকে উদ্যান পালন দফতরের দায়িত্ব দেওয়া হল।সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী হচ্ছেন মালদহের হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। তাজমুল বর্তমানে ক্ষুদ্র এবং কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী। 

২/ নেতাজি ইন্ডোরে রাষ্ট্রপতিকে সংবর্ধনা রাজ্য সরকারের 

নেতাজি ইন্ডোরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নাগরিক সংবর্ধনা দিচ্ছে রাজ্য সরকার। রাষ্ট্রপতি মুর্মুর হাতে দুর্গামূর্তি তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একে একে স্মারক তুলে দেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মাননায় বক্তব্য রাখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বাংলায় বললেন, ‘‘বাংলার ভাইবোনদের শুভেচ্ছা। জয় জহর।’’  

৩/ রাহুল গান্ধীকে উচ্ছেদের নোটিস 

সাংসদ পদ খারিজের পর রাহুল গান্ধীকে সরকারি বাংলো ছাড়তে নোটিস দেওয়া হল। সোমবার কংগ্রেস নেতাকে নোটিস দিয়েছে লোকসভার হাউসিং কমিটি। ২০০৪ সাল থেকে লোকসভার সাংসদ ছিলেন রাহুল। সেই সূত্রে দিল্লিতে ১২ তুঘলক রোডে রাহুলের জন্য সরকারি বাংলো বরাদ্দ করা হয়েছিল। গত ২৩ মার্চ রাহুলের সাংসদ পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এর পরই সেই বাংলো খালি করতে নোটিস দেওয়া হল তাকে 

৪/ ওম বিড়লার দিকে কাগজ ছুড়লেন বিরোধী সাংসদরা 

রাহুলের সাংসদ পদ খারিজ করা নিয়ে কংগ্রেস এবং বাকি বিরোধীদের বিক্ষোভের কারণে লোকসভার কার্যক্রম যথাক্রমে বিকাল ৪টে পর্যন্ত স্থগিত করা হয়। লোকসভায় অধিবেশন শুরুর মিনিট খানেকের মধ্যেই স্পিকার কার্যক্রম মুলতবি করার কথা ঘোষণা করেন।বিড়লা তাঁর আসন গ্রহণ করার মুহূর্তে কালো পোশাক পরে থাকা কংগ্রেস সাংসদরা তাঁর চেয়ারের দিকে কাগজ ছুড়তে শুরু করেন। এই ঘটনার পর স্পিকার বলেন, ‘‘আমি মর্যাদার সঙ্গে সংসদ চালাতে চাই।’’ এর পরই বিকাল ৪টা পর্যন্ত তিনি নিম্নকক্ষের কার্যক্রম মুলতবি করেন। 

৫/ রমজান শুরু হতেই আগুন ফলের বাজার 

রমজান শুরু হতেই চড়চড়িয়ে বাড়ছে ফলের দাম। গত কয়েক বছরের তুলনায় এ বার ফলের দাম অনেকটাই বেশি। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রমজান মাস। সারা দিন ধরে উপবাস সেরে সন্ধ্যায় ফল খেয়েই উপবাস ভঙ্গ করেন মুসলিমরা। অথচ ফলের দাম যে ভাবে ঊর্ধ্বমুখী, তাতে মধ্যবিত্তের পক্ষে ফলের দিকে হাত বাড়ানোটাই মুশকিলের হয়ে উঠেছে। বর্তমান বাজারদর অনুযায়ী, এক ডজন কলার দাম দাঁড়িয়েছে ৭০ টাকা। দিন সাতেক আগে কেজি প্রতি আপেলের দাম ছিল ১০০-১৫০ টাকা, যা এখন বেড়ে হয়েছে ২০০-২৫০ টাকা। কেজি প্রতি ৪০-৫০ টাকা দরের শসা এখন বিকোচ্ছে ৬০-৭০ টাকায়। মুসাম্বি লেবুর এক একটির দাম পৌঁছেছে ১৫-২০ টাকায়, একটি পাতিলেবুর দাম ৫-৬ টাকা। অন্যান্য ফলের দামের অবস্থাও তথৈবচ। 

৬/ উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে 

শেষ হল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। প্রশ্নপত্র ফাঁস, টুকলির মতো কোনও ঘটনা ঘটেনি।সোমবার শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনও সমস্যাই হয়নি। আজ, ২৭ মার্চও নির্বিঘ্নেই শেষ হল এবছরের উচ্চ মাধ্যমিক। পরীক্ষার ফলপ্রকাশ হতে পারে আগামী ১০ জুনের মধ্যে।   

৭/ পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার পৌঁছাল ৪৭ শতাংশে 

পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কট গভীর থেকে গভীরতর হচ্ছে। এ বার সে দেশের সরকারি সংস্থার তরফেই জানানো হল যে, মুদ্রাস্ফীতির হার বাড়তে বাড়তে ৪৭ শতাংশে পৌঁছেছে! দেশে পেট্রোলিয়াম দ্রব্যের বিপুল মূল্যবৃদ্ধি হওয়ার কারণে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসেরই দাম বেড়েছে। তবে ময়দা আর ডিমের মতো গৃহস্থালিতে ব্যবহৃত জিনিসের তিন গুণ দাম বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কপালে। সরকারি পরিসংখ্যান বলছে গত কয়েক দিন পাকিস্তানে পেঁয়াজের দাম বেড়েছে ২২৮.২৮ শতাংশ। সিগারেটের দাম বেড়েছে ১৬৫.৮৮ শতাংশ। ডিজেল এবং কলার দাম বেড়েছে যথাক্রমে ১০২.৮৯ শতাংশ এবং ৮৯.১৭ শতাংশ। 

৮/ মাঠে শিশুর জীবন বাঁচিয়ে নায়কের সম্মান পাচ্ছেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার

বাউন্ডারি বাঁচানোর জন্য দৌড়েছিলেন রভমান পাওয়েল। বাউন্ডারি লাইনের কাছে নিজের গতিও কমাতে পারেননি। তাতেই ঘটে যেতে পারত বড় বিপদ। সেই বিপদ এড়াতে গিয়ে আহত হলেন তিনি।ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক চার আটকাতে পারেননি। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের মারা বল ছুঁয়ে ফেলে বাউন্ডারি লাইনের দড়ি। বল ধরতে এগিয়ে আসে মাঠের বাইরে থাকা এক বল বয়। বয়স তার পাঁচ। শিশুটি পাওয়েলের এক দম সামনে চলে আসে। আর একটু হলে ধাবমান পাওয়েলের সঙ্গে সজোরে ধাক্কা লাগত একরত্তি ক্রিকেট শিক্ষার্থীর।গুরুতর ভাবে আহত হতেপারত শিশুটি। শিশুটিকে বাঁচাতে উপস্থিত বুদ্ধি ব্যবহার করেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক।

৯/ ফ্রান্সকে খোঁচা মেসির 

বিশ্বকাপ জেতার পরে বিতর্কে জড়াননি তিনি। কিন্তু এ বার দেশের মাটিতে সতীর্থদের সঙ্গে উল্লাস করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন লিয়োনেল মেসি।বুয়েনোস আইরেসে পানামার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে ২-০ জিতেছে আর্জেন্টিনা। গোল করেন লিয়োনেল মেসি এবং থিয়াগো আলমাদা। ম্যাচ শেষে বিশ্বকাপ ফাইনালে পরাজিত দেশ ফ্রান্সকে কটাক্ষ করা হয়েছে একটি গানের মাধ্যমে। সেই গানে যোগ দিয়েছেন মেসিও। দলের বাকি ফুটবলারদের সঙ্গে গান করেছেন তিনি। গানের কথায় ছিল, ‘ফ্রান্সের জন্য এক মিনিটের নীরবতা পালন করো। ওরা মারা গিয়েছে।’এই গানের ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে শিরোনামে মেসি। তিনি কেন সতীর্থদের সঙ্গে গানে গলা মেলালেন সেই প্রশ্ন করেছেন অনেকে। 

১০/ অভিষেক যা করতে পারেননি, করে দেখিয়েছেন রাম চরণ 

এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবিতে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছেন দক্ষিণী অভিনেতা রাম চরণ।২৭ মার্চ তিনি ৩৮ বছরে পড়লেন।উল্লেখ্য, বলিউডে তাঁর অভিষেক হয়েছিল ২০১৩ সালে, অমিতাভ বচ্চন অভিনীত ‘জঞ্জির’ ছবিটির রিমেক দিয়ে। বাবার জুতোয় পা গলাতে চাননি অভিষেক বচ্চনও, তবে সাহস করেছেন রাম চরণ।বহুল চর্চিত এই ছবির রিমেক করতে রাজি কেন হলেন তিনি? দক্ষিণের অভিনেতা জানান, চাপের মোকাবিলা করতেই তাঁর জন্ম হয়েছে।উল্লেখ্য তাকে আবার বলিউডে দেখা যেতে চলেছে সলমন অভিনীত ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবিতে একটি বিশেষ অতিথি চরিত্রে ।

You might also like!