সিরিয়ালেও বিপুল বিনিয়োগ অয়নের সংস্থার!
শুধুমাত্র সিনেমায় নয়, টিভি সিরিয়ালেও টাকা বিনিয়োগ করেছেন দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীল! অন্তত এমনটাই দাবি করছে ইডি। এছাড়া, জানা গিয়েছে, বিভিন্ন প্রোডাকশন হাউসেরও আর্থিক ও বার্ষিক রিপোর্ট মিলেছে অয়নের সল্টলেকের বাড়িতে। কিন্তু, সিনেমা এবং সিরিয়ালে বিনিয়োগ করার মতো কোটি কোটি টাকা কোথা থেকে পেল অয়ন? দুর্নীতির কালো টাকা সাদা করার জন্যেই কি সিনেমার পাশাপাশি সিরিয়ালেও বিনিয়োগ? এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন ইডি-র গোয়েন্দারা। ইডি সূত্রের খবর, ২০২০ সালে ১০ সেপ্টেম্বর 'মৌ' নামে একটি টিভি সিরিয়ালে অয়নের সংস্থা abs infozon pvt limited বিনিয়োগ করে। সেই নথি অয়নের বাড়ি থেকে উদ্ধারও হয়েছে।
সুজন, দিলীপ, শুভেন্দুর নাম বললেন জেলবন্দি পার্থও
তৃণমূল আমলে দুর্নীতির অভিযোগ তুলে যখন সরব হয়েছেন বিরোধীরা, তার মধ্যেই বিস্ফোরক দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। বৃহস্পতিবার আদালতে প্রবেশ করার আগে সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের নাম বললেন পার্থ। তাঁর দাবি, সুজন-শুভেন্দুদের হাত ধরেই দুর্নীতি হয়েছিল। ২০১১-১২ সালে প্রাথমিক নিয়োগে কী হয়েছিল, তা খতিয়ে দেখার কথাও বলেন তিনি। কোনও বেআইনি কাজ তাঁর পক্ষে করা সম্ভব ছিল না বলে ফের সাফাই দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতে বক্তব্য পেশ করার আর্জি বিচারকের কাছে আগেই জানিয়েছিলেন তিনি। কিন্তু আদালত কক্ষে প্রকাশ করার আগেই সংবাদমাধ্যমের সামনে বিরোধী নেতাদের নাম সামনে আনলেন।
আদালত অনুমতি দিলেই ১২ হাজার নিয়োগ
আদালত অনুমতি দিলে উচ্চ প্রাথমিকে ১২ হাজার নিয়োগ হবে। বৃহস্পতিবার হাইকোর্টে জানাল এসএসসি। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন করেছে কমিশন। এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে, আদালত অনুমতি দিলে তারা আগামী সপ্তাহেই উচ্চ প্রাথমিকের মেধা-তালিকা প্রকাশ করতে চায়। বুধবারই এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আদালতে জানিয়েছিলেন, আদালত ওই তালিকা প্রকাশের নির্দেশ দিলে সরাসরিই তা প্রকাশ করা হবে। এবং আদালত যদি বলে সেই তালিকা জমা দিতে হবে, সেটাও দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়ম হয়েছে বলে আদালতে দায়ের হয় মামলা।
পরীক্ষা না দিয়ে নিয়োগের অভিযোগ
বুধবার একটি সভায় সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেছিলেন, সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তী কীভাবে চাকরি পেয়েছিলেন তা তৃণমূল সামনে আনবে। বৃহস্পতিবারের বারবেলাতেই মিলিদেবীর চাকরির জয়েনিং লেটার প্রকাশ করে তৃণমূল দাবি করল, সুজনের স্ত্রী পরীক্ষা ছাড়া কলেজের চাকরিতে ঢুকেছিলেন। ১৯৮৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত চাকরি করেছেন। শেষ পর্যন্ত তাঁর বেসিক বেতন ছিল মাসিক ৫৫ হাজার টাকা। এখন পেনশন ভোগ করছেন। স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া দিতে দেরি করেননি সুজন। বলেন, ‘বুঝতে পেরেছি ওদের বড্ড লেগেছে। কিন্তু এটা তো জয়েনিং লেটার। কোনও সুপারিশপত্র তো নয়। তৃণমূল একটু হোমওয়ার্ক করুক।’
নাক কেটে দেওয়া হল যুবকের
বিবাহিত মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এক যুবক। বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছিলেন তাঁরা। সে জন্য ওই বিবাহিত মহিলাকে সঙ্গে নিয়ে পালিয়েছিলেন ওই যুবক। জানুয়ারি মাসে পালিয়েছিলেন তিনি। তার পর ওই মহিলার সঙ্গেই থাকছিলেন। সম্প্রতি ওই মহিলার আত্মীয়রা এসে ধরেন ওই যুবককে। কেন তিনি বিবাহিত মহিলাকে সঙ্গে পালিয়েছিলেন তা নিয়ে বাদানুবাদ শুরু হয়। অভিযোগ, বিবাহিত মহিলার সঙ্গে পালানোয় ওই যুবকের নাক কেটে দেওয়া হয়। এমনকি সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ঘচনাটি ঘটেছে রাজস্থানের নাগৌর জেলায়।
১৪০ দিনে রেকর্ড করোনা সংক্রমণ দেশে
ভারতে গত কয়েক দিন ধরেই বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২-৩ দিন ধরেই দৈনিক সংক্রমণ হাজারক চাড়াচ্ছিল। বৃহস্পতিবার প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৩০০ জন। যা গত ১৪০ দিনে সর্বোচ্চে। প্রায় সাড়ে চার মাসেরও বেশি সময় পর দেশের দৈনিক সংক্রমণ ১৩০০ হল। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে দেশে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে সক্রিয় রোগী রয়েছেন ৭ হাজার ৬০৫ জন। গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যুও সামনে এসেছে। কর্নাটক, গুজরাত এবং মহারাষ্ট্র তিন রাজ্যে এক জন করে কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে।
ইউক্রেনে যুদ্ধ থামাতে ‘শান্তি প্রস্তাব’ চিনের
রাশিয়া সফরে গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। দুজনের বৈঠকের পর দেওয়া হয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘শান্তির বার্তা’। রাশিয়া ও ইউক্রেন- দু’দেশের মধ্যে আলোচনার জন্য বেশ কয়েকটি ‘শান্তি প্রস্তাব’ দিয়েছে চিন। যে প্রস্তাবগুলিকে স্বাগত জানিয়েছে রাশিয়া। আমেরিকার প্রতিদ্বন্দ্বী দুই দেশের রাষ্ট্র নেতার বৈঠকের পর যৌথ বিবৃতিতে বিষয়টি উঠেছে এসেছে। এ বছর ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনে হামলার এক বছর পূর্ণ হবে। এর প্রাক্কালে দাঁড়িয়ে ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়াকে সেনা প্রত্যাহারের কোনও কথায় শোনা যায়নি চিনা প্রেসিডেন্টের বক্তব্যে। এমনকি ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে ‘হামলা’ চালিয়েছে সেই বিষয়টিও উল্লেখিত হয়নি বেজিংয়ের প্রস্তাবে।
কাতারেই অবসর নিতে চেয়েছিলেন
কাতার বিশ্বকাপের আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন, বিশ্ব ফুটবলের অন্য়তম দুই সেরা ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অনেকেই মনে করেছিলেন, বিশ্বকাপের পরই অবসর নেবেন দুই তারকা। বিশ্বকাপের শুরু থেকে অবশ্য অন্য় বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে যায় রোনাল্ডোর ক্ষেত্রে। ক্লাব ফুটবলে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে তখন ব্য়াপক ঝামেলা চলছে। রোনাল্ডো সেই চর্চায় থাকলেও বিশ্বকাপের আমেজে তা ঢাকা পড়ে গিয়েছিল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্য়াচেই গোল করেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু এরপরই অন্য কারণে আলোচনায় উঠে আসেন রোনাল্ডো। বিশ্বকাপেই অবসর নিতে চেয়েছিলেন রোনাল্ডো! এমন তথ্যই সামনে আসছে।
মারাত্মক ঝুঁকি নিয়ে আইপিএলে শ্রেয়স?
বার বার চোটে পড়া সত্ত্বেও কেন যে এমন ঝুঁকির পথে হাঁটছেন অনেকেই বুঝতে পারছেন না! কারও কারও মনে হচ্ছে, দীপক চাহারের ঘটনার পুনরাবৃত্তি ঘটাবেন না তো? ২০২১-এর করোনাভরা আইপিএলে চোটের কারণেই ছিটকে গিয়েছিলেন। চোট প্রবণতা নতুন নয়। তাও কেন বোর্ডের পরামর্শ মানছেন না শ্রেয়স আইয়ার? বিসিসিআই এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকরা পরিষ্কার জানিয়েছেন, অস্ত্রোপচার ছাড়া বিকল্প রাস্তা নেই শ্রেয়সের সামনে। যদি অপারেশন করান, মাঠে ফিরতে পাঁচ থেকে সাত মাস সময় লাগতে পারে। আইপিএল তো বটেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এমনকি ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ অনিশ্চিত হয়ে উঠতে পারে তাঁর। সেই কারণেই কি এত বড় ঝুঁকি?
টিআরপি এত্ত কম! মাথায় হাত ভক্তদের
অদ্রিজা রায়– টলিদুনিয়া ছেড়ে সে পাড়ি দিয়েছিল মুম্বইয়ে। পেয়েছিল মস্ত বড় ব্রেক। তাঁর প্রথম হিন্দি ধারাবাহিক ‘দুর্গা অউর চারু’ সম্প্রচারিত হচ্ছে এক প্রথম সারির চ্যানেলে। সেখানেই নামভূমিকায় অদ্রিজা। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে টিআরপির তালিকা। আর সেখানেই অদ্রিজা অভিনীত ধারাবাহিকটির নম্বর দেখে মাথায় হাত তাঁর ভক্তদের। ‘এত্ত কম’! কিন্তু কেন? প্রশ্ন তাঁদের। টিআরপির তালিকা বলছে, অদ্রিজা রায়ের ওই ধারাবাহিক পেয়েছে পয়েন্ট ৫ (.৫)। আর তাতে কার্যত মাথায় হাত ভক্তদের। বাংলায় একসময় টিআরপিতে টপার হওয়া অদ্রিজার হিন্দি সিরিয়াল, কেন এত পিছিয়ে? জানিয়ে রাখা যাক, বাংলার মতো হিন্দি ধারাবাহিকের টিআরপি নম্বর কিন্তু এত হয় না।