কুন্তল-যোগে এবার ইডি নজরে টলিউডের বড়-বড় নাম?
ইডির নজরে এবার কুন্তল ঘোষের প্রোডাকশন হাউজের মিউজিক ভিডিওর অভিনেত্রীরা। সেই কারণেই ইডির স্ক্যানারে টলিপাড়ার বেশ কিছু অভিনেতা অভিনেত্রী। ইডি সূত্রে খবর, প্রোডাকশন হাউজকে সামনে রেখে কালো টাকা সাদা করতেন কুন্তল। নবকথা ইনিসিয়েটিভ নামে প্রোডাকশন হাউজ রয়েছে তাঁর। শুধু টলি অভিনেতা বা অভিনেত্রীদের নিয়ে ইভেন্ট নয়, এই প্রোডাকশন হাউজ থেকে বানানো হয়েছে একাধিক শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও। সেখানে একাধিক বড় ভূমিকায় কাজ করেছেন নামজাদা অভিনেতা-অভিনেত্রীরা। যার ফলে যে সমস্ত অভিনেতা-অভিনেত্রী এখানে অভিনয় করেছিলেন বা ইভেন্ট করেছিলেন, কীভাবে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তারা, এই সমস্ত কিছুর বিষয়ে জানতে চায় ইডি।
ছাগল ভর্তি ফ্ল্যাটে কোটি-কোটি টাকার ব্রাউন সুগার!
সল্টলেক সেক্টর ফোরের চার নম্বর ভেড়ি সংলগ্ন এলাকায় পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফের অভিযান। তল্লাশি অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। উদ্ধার হওয়া মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। পুলিশ সূত্রে খবর, সেক্টর ফোরের ৪ নম্বর ভেড়ি সংলগ্ন এলাকায় বসবাস করতেন ছাগল ব্যবসায়ী মহম্মদ মোমিন খান। নবনির্মিত একটি অ্যাপার্টমেন্টের পাঁচ তলার ফ্ল্যাটে বছর খানেক আগে থেকে বসবাস করতে শুরু করেন তিনি। স্থানীয় বাসিন্দা এবং প্রতিবেশীদের দাবি খান সাহেব নামেই বিল্ডিং এ পরিচিত ছিলেন মোমিন খান।
আমি নিয়োগকর্তা নই
সেই জুলাই মাস থেকে প্রেসিডেন্সি জেল-ই ঠিকানা নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। প্রত্যেকবার শুনানিতে বিচারকের কাছে জামিনের আবেদন করে ব্যর্থ হয়েছেন। সার হয়েছে অরণ্যে রোদন! শেষমেশ ফিরতে হয়েছে সেই জেলের সেলেই। আজ, বৃহস্পতিবার ফের আলিপুর CBI আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যকে। এদিন আদালত চত্ত্বরে ঘনিষ্ঠদের পার্ন বলেন, '' আমি নিয়োগকর্তা নই। আমি মন্ত্রী ছিলাম। আমি কোনও বেআইনি কাজকে সমর্থন করিনি। করব না। বোর্ড চলে নিজস্ব আইন ও বিধি দ্বারা।''
এবার নতুন করে ধরনায় চাকরিপ্রার্থীরা
ইতিমধ্যেই কাউন্সেলিং হয়েছে, পেয়েছেন সুপারিশপত্রও। কিন্তু আদালতে মামলার গেরোয় নিয়োগ পাচ্ছেন না তাঁরা। দ্রুত চাকরির দাবিতে ধরনায় রাস্তায় বসে রয়েছেন শারীরশিক্ষা ও কর্মশিক্ষার ‘রেকমেন্ডেশনপ্রাপ্ত’ চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের কথায়, নভেম্বর মাসে তাঁদের কাউন্সেলিং হয়। ৬ সপ্তাহের মধ্যে নিয়োগ পাওয়ার কথা বলা ছিল সুপারিশপত্রে। অথচ চার মাস অতিক্রান্ত, এখনও নিয়োগ পাননি। তাঁদের দাবি, সুপার নিউমেরারি পোস্ট যোগ্যদের জন্য বৈধ হোক এবং যাদের সুপারিশ দেওয়া হয়েছে, দ্রুত তাঁরা যেন স্কুলে যেতে পারেন। এই দাবিকে সামনে রেখে ধরনা অবস্থানে বসেছেন চাকরিপ্রার্থীরা।
দেবেন্দ্র ফড়ণবীশের স্ত্রীকে ঘুষ দেওয়ার অভিযোগ
ষড়যন্ত্রের শিকার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের স্ত্রী অমরুতা ফড়ণবীশ। তাঁকে ঘুষ দেওয়ার অভিযোগ তুলে এক ফ্যাশন ডিজাইনারের বিরুদ্ধে মুম্বই পুলিশে এফআইআর-ও দায়ের করেছেন দেবেন্দ্র পত্নী। গত ২০ ফেব্রুয়ারি তিনি এফআইআর দায়ের করেছেন। এফআইআর-ও ফ্যাশন ডিজাইনার ও তাঁর বাবার নাম উল্লেখ করেছেন অমরুতা। ফড়ণবীশ-জায়া জানিয়েছেন, এক মহিলা তাঁকে একটি অপরাধমূলক ঘটনায় হস্তক্ষেপের জন্য ১ কোটি টাকা অফার করেন। ওই মহিলার নাম অনীক্ষা। এবং তিনি নিজেকে ফ্যাশন ডিজাইনার বলে দাবি করেছেন। এই অপরাধমূলক ঘটনায় তাঁর বাবা জড়িত বলে জানিয়েছিলেন অনীক্ষা। আর সেই ঘটনা থেকে বাবাকে বাঁচালে ১ কোটি টাকা অমরুতাকে দেওয়া হবে বলে জানিয়েছিলেন ফ্যাশান ডিজাইনার।
স্পিকারকে চিঠি লিখলেন অধীর
গত ১৩ মার্চ থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। তবে শাসক ও বিরোধী দলের হই-হট্টগোলে সেদিন থেকে বারবার মুলতুবি হয়েছে সংসদের দুই কক্ষের অধিবেশন। বিদেশের মাটিতে ভারতীয় গণতন্ত্র নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের জোর সমালোচনা করেছেন কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা। আর সংসদে দুই কক্ষে রাহুলের ক্ষমার চাওয়ার দাবি জানানো হয়েছে। তবে কংগ্রেসও নিজেদের অবস্থানে অনড়। রাহুলের ক্ষমা চাওয়া নিয়ে সংসদে বিজেপি সরকারের এই অবস্থান নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লেখেন কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি সেই চিঠিতে অভিযোগ করেন, গত তিনদিন ধরে তাঁর মাইক্রোফোন মিউট করে দেওয়া হয়েছে।
ভোরে ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড
হঠাৎ থরথর করে কাঁপতে শুরু করল বাড়ি, ভেঙে মাটিতে পড়তে থাকল সাজিয়ে রাখা সমস্ত জিনিসপত্র। সাতসকালেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। বৃহস্পতিবার সকালে নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। ভূমিকম্পের মাত্রা অনেক বেশি হওয়ায়, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের জেরে সুনামিও আছড়ে পড়তে পারে বলে আশঙ্কাও করা হচ্ছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে শক্তিশালী ভূমিকম্প হয় নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে।
ফিফা প্রেসিডেন্টের পদে জিয়ান্নি ইনফান্তিনো
ফিফার প্রেসিডেন্ট পদে থেকে গেলেন জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার, ১৬ মার্চ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ৭৩তম কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৭ সাল অবধি বাড়ল ইনফান্তিনোর প্রেসিডেন্ট পদের মেয়াদ। দুর্নীতির সঙ্গে জড়ানোর পর ২০১৬ সালে নানা অভিযোগে বিদ্ধ শেপ ব্লাটারের জায়গায় ফিফার সভাপতি হন ইনফান্তিনো। তাঁর কাজের প্রতি আস্থা রেখেছিল সদস্য দেশগুলো। যে কারণে, ২০১৯ সালে ফের ফিফা সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো। এই নিয়ে তৃতীয় বার ফিফার সভাপতি নির্বাচিত হলেন ৫২ বছর বয়সী ইনফান্তিনো।
টাইব্রেকারে ভারতকে জেতালেন শ্রীজেশ!
হকির দুনিয়ায় ভারতের জয়জয়কার। রৌরকেল্লায় অনুষ্ঠিত হকি প্রো লিগে অপরাজেয় থেকেই টুর্নামেন্ট শেষ করল হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় হকি দল। গত হকি বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকেই ছিটকে গিয়েছিলেন তাঁরা। যার ফলে পদত্যাগও করেছিলেন তৎকালীন কোচ গ্রাহাম রিড। কিন্তু তারপরেই হকি দলের রদবদল। নতুন কোচ ক্রেগ ফুলটনের তত্ত্বাবধানে আবার প্রত্যাবর্তন হল ভারতের। হকি প্রো লিগে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবং শক্তিশালী অস্ট্রেলিয়াকে আগেই পরাজিত করেছে ভারত। আবার হরমনপ্রীতদের কাছে পরাজিত হল অজিরা।
১৮০ ডিগ্রি ঘুরে গেলেন রাখি
গত কয়েকমাসে পাল্টে গিয়েছে রাখি সাওয়ান্তের সম্পর্কের সমীকরণ। রাখি সাওয়ান্ত বেশ কয়েকদিন ধরেই ব্যক্তিসমস্যার জেরে খবরের শিরোনামে বারে বারে নাম লিখিয়েছেন। আদিল খানের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ বর্তমানে কোর্টের দরজায় পৌঁছে গিয়েছে। একটাই দাবি রাখির, আদিল যেন আর কারও জীবন এভাবে নষ্ট না করে। যদিও রাখির মনের গভীরে থাকা সম্পর্কের সমীকরণ আজও বোধহয় অন্য সুরে কথা বলে। একাধিক অভিযোগের মাঝেই কাঁদতে কাঁদতে রাখি বলে ফেলছেন, তিনি আদিলকে ফিরে পেতে চান। তবে এখন সে সব অতীত। চোখের জল মুছে নতুন করে সবটা শুরু করতে মরিয়া অভিনেত্রী রাখি সাওয়ান্ত।