দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১/ ‘কখন পাঠাবেন’ কেষ্টকে? জানতে চেয়ে জেলকে চিঠি ইডির!
কখন কলকাতায় আসছেন অনুব্রত মণ্ডল? আসানসোল জেল কর্তৃপক্ষকে এ নিয়ে শনিবার থেকে রবিবার পর্যন্ত তিনটি চিঠি পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিন্তু জেল কর্তৃপক্ষ শেষ চিঠিতে পুলিশের উপরই ভার দিয়েছে। এমনই দাবি ইডি সূত্রে। তবে শেষমেশ জেল কর্তৃপক্ষ নাকি জানিয়ে দেন, অনুব্রতের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবে না পুলিশ। চাইলে ইডি সেই দায়িত্ব নিতে পারে।
২/ বিসি রায় হাসপাতালে আরও ছয় শিশুর মৃত্যু
আবারও শিশুমৃত্যুর ঘটনা ঘটল কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে। রবিবার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, এদের মধ্যে এক জন মেটিয়াবুরুজ, আর এক জন মিনাখাঁর বাসিন্দা। মেটিয়াবুরুজের শিশুটি গত রবিবার থেকে জ্বর, শ্বাসকষ্ট-সহ একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল। অন্য জনও একই উপসর্গ নিয়ে গত সোমবার থেকে ভর্তি ছিল।
৩/ কেন্দ্রীয় সংস্থার ‘অপব্যবহার’ নিয়ে মোদীকে চিঠি মমতাদের
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে। সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ইত্যাদি কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করছে কেন্দ্র। এমনই অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের ৯ বিরোধী নেতা। তাঁরা শুধু কেন্দ্রীয় সংস্থার ‘অপব্যবহার’ নিয়ে প্রশ্ন তুলে ক্ষান্ত হননি। উদাহরণ দিয়ে লিখেছেন কয়েক জন নেতা যখন বিরোধী দলে ছিলেন, তখন তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত হয়েছে। কিন্তু যেই তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন, সেই মামলাগুলির গতিপ্রকৃতি আর জানা যায়নি।
৪/ হিজাব পরে সরকারি স্কুলগুলিতে পরীক্ষায় বসা যাবে না
সরকারি স্কুলের পরীক্ষায় বসতে হলে হিজাব পরে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। এমনই হুঁশিয়ারি দিলেন কর্নাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ। তাঁর দাবি, যারা হিজাব পরে আসবে, তাদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
৫/ দোল, হোলিতে কম হচ্ছে মেট্রো
আগামী মঙ্গলবার দোল এবং বুধবার হোলি। সেই উপলক্ষে উত্তর-দক্ষিণ মেট্রো কম চলবে। তবে ওই দু’দিন জোকা-তারাতলা মেট্রোর পরিষেবা বন্ধ থাকবে।দোলের দিনে উত্তর-দক্ষিণ মেট্রোর পরিষেবা শুরু হবে দুপুর আড়াইটেয়। ওই দিন আপ এবং ডাউন মিলে ৬০টি ট্রেন চলবে। ওই দিন আধ ঘণ্টা সময়ের ব্যবধানে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ২২টি ট্রেন চলবে। পরদিন হোলি উপলক্ষে ১৮৮টি ট্রেন চলবে। এর মধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে ১৬৪টি ট্রেন ছুটবে।ইস্ট-ওয়েস্ট মেট্রোয় নির্ধারিত ১০৬টি ট্রেনের পরিবর্তে ৯০টি ট্রেন চলবে।
৬/ বছর পেরিয়েও চালু হয়নি পুরসভার বিজ্ঞাপন-নীতি
শহরের পথে বিজ্ঞাপনের হোর্ডিং নিয়ন্ত্রণ করার জন্য ‘বিজ্ঞাপন-নীতি’র ঘোষণা করা হয়েছিল গত বছরের মার্চে। মেয়র ফিরহাদ হাকিম বাজেট বিবৃতিতে সেই ঘোষণা করেছিলেন। কিন্তু এক বছর পরেও এই নীতি এখনও কার্যকর করা হয়নি। ফলে সৌন্দর্যায়নকে বুড়ো আঙুল দেখিয়ে শহরে বিজ্ঞাপনী হোর্ডিংয়ের রমরমা চলছেই। চলতি মাসে ২০২৩-২৪ অর্থবর্ষের পুর বাজেট পেশ করবেন মেয়র। এই অবস্থায় নয়া বিজ্ঞাপন-নীতি কবে চালু হবে, তা নিয়ে সংশয় থাকছেই।
৭/ ইমরানকে ধরতে লাহোরে হাজির দুই প্রদেশের পুলিশ
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারি এখন কেবল সময়ের অপেক্ষা। কিন্তু নেতার গ্রেফতারি ঠেকাতে মরিয়া ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কর্মীরা। জামান পার্কের বাড়ির সামনে হাজির হাজার হাজার ইমরান সমর্থক স্লোগান তুলছেন, ‘‘আগে আমাদের ধরো। তার পর নেতার কথা ভেবো।’’
৮/ মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই তৈরি হল নজির
আন্তর্জাতিক পর্যায়ের বাইরে এই প্রথম ভারতের মাটিতে মহিলাদের টি-টোয়েন্টি ম্যাচে কোনও দল ২০০ রানের গণ্ডি পার করল। এর আগে সর্বোচ্চ রান ছিল ভেলোসিটির বিরুদ্ধে ট্রেইলব্লেজারের ৫ উইকেটে ১৯০ রান।শনিবারের ম্যাচে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেন মুম্বইয়ের ব্যাটাররা। মুম্বইয়ের ইনিংস শেষ হয় ৫ উইকেটে ২০৭ রানে। ভারতের মাটিতে মহিলাদের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম কোনও দল ২০০ বা তার বেশি রান করার নজির গড়ল।
৯/ আরও এক মাইলফলকের সামনে মেসি
আরও একটি মাইলফলকের সামনে লিয়োনেল মেসি। আর একটি গোল করলেই বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসাবে ৮০০ গোল করার নজির গড়বেন আর্জেন্টিনার অধিনায়ক। কয়েক দিন আগেই ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন।আর্জেন্টিনা, বার্সোলোনা এবং প্যারিস সঁ জরমঁর হয়ে এখনও পর্যন্ত মোট ৭৯৯টি গোল করেছেন মেসি। আগামী বৃহস্পতিবার ৮০০তম গোল মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে মেসির সামনে।
১০/ পাসপোর্ট গচ্ছিত রেখে জেল থেকে ছাড়া পেলেন তুনিশার প্রেমিক শীজান
রবিবার জেল থেকে বেরোলেন টেলিভিশন অভিনেতা শীজ়ান খান। তাঁরই সহকর্মী তথা প্রাক্তন প্রেমিকা, অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুরহস্যের কিনারা এখনও হয়নি। তবে পুলিশি হেফাজত থেকে নিষ্কৃতি পেলেন আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত শীজ়ান। তিন মাসের মাথায় তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেছে মহারাস্ট্রের আদালত। ৪ মার্চ ১ লক্ষ টাকার চুক্তিতে জামিন মিলেছে অভিনেতার। তাঁর পাসপোর্টও জমা নিয়ে নেওয়া হয়েছে শনিবার। দেশের বাইরে যাওয়ার অনুমতি নেই তাঁর এখন। আপাতত ঠাণের কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেলেন শীজ়ান।