Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Duranta barta Audible Pod casts

2 years ago

Top 10 news today : আজকের সেরা ১0 ( সোমবার, এপ্রিল ১৭ ,২০২৩ )

hxv
hxv

 

বিস্ফোরক ট্যুইট শুভেন্দুর


 সিবিআই-এর হাতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির পরপরই বিস্ফোরক ট্যুইট শুভেন্দু অধিকারীর। শাসকদলের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদ এবং প্রাক্তন বিধায়কদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য় রাজ্য়ের বিরোধী দলনেতার৷ নিজের ট্যুইটে শুভেন্দু অধিকারী যে তালিকার উল্লেখ করেছেন, তাতে নাম রয়েছে অপরূপা পোদ্দার, অখিল গিরি, নিশীথ কুমার মালিক, শুভ্রাংশু রায়, আবু তাহের খান সহ বিভিন্ন নেতার৷ সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর অভিযোগ, "বহুবার সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেছি, এক-দুই নয় প্রায় শতাধিক ..... বিধায়কদের সুপারিশে কোথাও নিজেদের আত্মীয়স্বজন চাকরি পেয়েছেন আবার কোথাও মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে।"


৪৭ ঘণ্টা ট্রেন বন্ধ!


হাসনাবাদ বারাসাত শাখায় ৪৭ ঘণ্টা ট্রেন বন্ধ। দুর্ভোগের শিকার রেল যাত্রীরা, বিপাকে হকাররা। পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত হাসনাবাদ ডাউন ও আপ লাইনে কাজের জন্য আজ এবং ২দিন ট্রেন বন্ধ থাকবে। যাত্রীদের দুর্ভোগের জন্য সরকারি ও বেসরকারি বাস পর্যাপ্ত চালানোর ঘোষণা করা হয়েছে এমনকি ডব্লিউএসটিসি বাস কোথা থেকে কখন ছাড়বে তার তালিকা প্রকাশ করেছে রাজ্য পরিবহন দফতর। নির্দিষ্ট সময় হাসনাবাদ এবং বসিরহাট প্রান্তিক জায়গা থেকে সরকারি বাসের তালিকা ও সময় দিয়ে নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারপরও ট্রেন বন্ধ থাকায় ভোগান্তির শেষ নেই যাত্রীদের। 


মুর্শিদাবাদের এই স্কুলে ডবল তালা!


নিয়োগ দুর্নীতি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা৷ তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানার পর থেকেই চর্চায় তাঁর স্ত্রী এবং শ্যালকের চাকরি৷ জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগর সাহা এবং শ্যালক নিতাই সাহা দু' জনেই প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন৷ ফলে বিধায়ক হিসেবে স্ত্রী এবং শ্যালকের চাকরির ক্ষেত্রে জীবনকৃষ্ণের কোনও ভূমিকা ছিল কি না, সেই প্রশ্ন উঠছে৷ এ দিন জীবনকৃষ্ণ গ্রেফতার হতেই মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে পিয়ারপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান গেটে ডবল তালা ঝুলিয়ে দেন স্কুলের প্রধান শিক্ষক৷ কারণ এই স্কুলেই শিক্ষক হিসেবে চাকরি করেন জীবনকৃষ্ণ সাহার শ্যালক নিতাই সাহা৷



আর কত দিন তাপপ্রবাহ


এখনই স্বস্তি দূর অস্ত৷ আরও অন্তত চারদিন রাজ্য জুড়ে চলবে তাপপ্রবাহ এবং অসহ্যকর গরমের দাপট৷ এ দিন এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২১ এপ্রিল পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে৷ দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের তিন জেলা মালদহ এবং দুই দিনাজপুরে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে৷ ২১ তারিখ পর্যন্ত সর্বত্রই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৬ ডিগ্রি উপরে থাকতে পারে৷ ২১ এপ্রিলের পর আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে৷ সেক্ষেত্রে প্রবল দাবদাহ থেকে মিলতে পারে খানিক স্বস্তি৷


হুইল চেয়ারে অনুব্রত


গরুপাচার মামলায় আবার ১৪ দিনের জেল হেফাজত হল অনুব্রত মণ্ডলের। সুতরাং এখন তাঁকে এই ১৪ দিন ফের তিহাড় জেলেই থাকতে হবে। সোমবার জেল হেফাজত শেষে ফের দিল্লির রউজ অ্যাভিনিউ আদালতে তোলা হয়েছিল অনুব্রত এবং তাঁর হিসেবরক্ষক মণীশ কোঠারিকে আদালতে পেশ করা হয়। বিচারক রঘুবীর সিংয়ের এজলাসে পেশ করা হয় তাঁদের। সেই সূত্রেই তিহাড় জেল থেকে তাঁদের আনা হয় আদালতে। এদিন আদালতে হুইল চেয়ারে প্রবেশ করেন অনুব্রত। কিন্তু তাতেও লাভ হয়নি কোনও। ফের তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ১ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।


২৪ বছর পর ফাটল কার্গিল যুদ্ধের বোমা


কার্গিল যুদ্ধের পর ২৪টা বছর কেটে গিয়েছে। ১৯৯৯ সালের সেই যুদ্ধের সময়কার একটি না ফাটা বোমা বিস্ফারিত হয়ে মৃত্যু হল এক লাদাখের এক কিশোরের। গুরুতর আহত হয়েছে আরও দুই কিশোর। ঘটনাটি ঘটেছে রবিবার (১৬ এপ্রিল) বিকেলে, লাদাখের কুরবথাং জেলায়। নিহত কিশোরের নাম বাকির। আর আহত দুই কিশোর – আলি নাকি এবং মুন্তাজির মেহদি। তিন জনেই কার্গিল সেক্টরের পশুকাম গ্রামের খারজং এলাকার বাসিন্দা। কুরবাথাং-এর অ্যাস্ট্রো ফুটবল গ্রাউন্ডে ফুটবল খেলতে যাচ্ছিল তারা। পথে ওই বোমাটিতে হোঁচট খেয়েছিল। আর তারপরই ঘটে বিস্ফোরণ। 


ফের ভূমিকম্প তুরস্কে, বাড়ছে আতঙ্ক


ফেব্রুয়ারির শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছিল তুরস্ক এবং সিরিয়া। মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ হাজার মানুষের। এবার ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। দেশটির আফসিনের দক্ষিণ-পশ্চিমে ২৩ কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলের কম্পণের তীব্রতা ৪। জানা গিয়েছে, সোমবার ভূমিকম্পের এই কম্পন অনুভূত হয়েছে। এর তীব্রতা রিখটার স্কেলে ৪.০। আফসিন তুরস্কের একটি শহর। জানা গিয়েছে, ভূমিকম্পটি আসে ভোর ৪.২৫ মিনিটে। এখন পর্যন্ত কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে তুরস্ক ও সিরিয়ায় ৭.০ মাত্রার ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজারের বেশি। 


ইন্সটাগ্রামে সৌরভকে আনফলো করলেন বিরাট


হঠাৎ নতুন করে জন্ম নিল সৌরভ-বিরাট বিতর্ক? ঘটনার প্রেক্ষাপটে ব্যাঙ্গালোর ভার্সাস দিল্লি ম্য়াচ। ওই ম্যাচের সময় বিরাট এসেছিলেন দিল্লির ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে। কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কথাও বলেন বিরাট। পাশেই দাঁড়িয়েছিলেন সৌরভ। বিরাটকে দেখেও তিনি কোন কথা বলেননি। শুধু তাই নয়, সৌজন্য বিনিময়ের আগ্রহও দেখাননি। সেই ভিডিয়োই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুরনোর বিতর্কের জের থেকে সৌরভ বেরোতে পারেননি, এমনই রায় দিয়েছিল আমজনতা। আর তারপরই সৌরভকে নিজের ইন্সটাগ্রামের ফলো লিস্ট থেকে বাদ দিয়েছেন বিরাট। 


অভিনব কীর্তি!


ছেলে-মেয়ে সফল হলে যে কোনও বাবা-মা গর্ববোধ করেন। ফের একবার বাবা হিসেবে ছেলেকে নিয়ে গর্ববোধ করছেন বলিউড অভিনেতা আর মাধবন। সম্প্রতি ‘মালয়েশিয়ান ইনভিটেশনাল এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপ’-এ একটি, দু’টি নয় ৫টি সোনার পদক পেয়েছেন বেদান্ত মাধবন। ছেলের সাফল্য উচ্ছ্বসিত আর মাধবন। ১৭ বছরের বেদান্ত জলে নামলেই সোনা নিয়ে উঠছেন। বেদান্ত মালয়েশিয়ার সুইমিং ইভেন্ট থেকে ভারতকে ৫টি সোনার পদক এনে দেওয়ার পর আর মাধবন তাঁর ছেলে এবং স্ত্রী সরিতা বিরজের ছবি পোস্ট করে এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।


অসুস্থ মধুমিতা, ভর্তি হাসপাতালে


দিন কয়েক আগেই হোয়াটসঅ্যাপ বার্তায় মধুমিতা জানিয়েছিলেন তিনি ভাল নেই। এরপর সোমবার সকালে হঠাৎই তাঁর এক ছবি প্রকাশ্যে। হাতে স্যালাইন, বিছানায় শুয়ে আছেন মধুমিতা। ক্যাপশনে লিখেছেন, “সাংঘাতিক কিছু হয়েছিল। তবে এখন ভাল আছি। সকলের ভালবাসার জন্য অনেক ধন্যবাদ।” কি হয়েছিল তাঁর? জানা গিয়েছে, অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছিল তাঁর, বিগত বেশ কিছু দিন ধরে পেটে ছিল সুতীব্র ব্যথা। এই রবিবারই অস্ত্রোপচার হয়। আগের থেকে অনেকটাই ভাল আছেন তিনি। তবে এখনও বিশ্রামে থাকতে হবে বেশ কিছু দিন। মধুমিতা সুস্থতার দিকে এগোনোর খবর জানতে পেতে কিছুটা স্বস্তিতে তাঁর ভক্তরাও।

You might also like!