Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 (সোমবার , ফেব্রুয়ারী ২০, ২০২৩ ).

10
10

 


  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ১) OT-তেই হাতাহাতি RG Kar ডাক্তারদের

অপারেশন থিয়েটারের টেবিলে শুয়ে রয়েছেন রোগী। তাঁর অস্ত্রোপচার হচ্ছে। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু ভুল অস্ত্রোপচার করা নিয়ে ওটি-র মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন অপারেশনের দায়িত্বে থাকা চিকিৎসকরা। রোগীর পাশে হাড় ফুটো করা যন্ত্র চালু করা অবস্থাতেই এক জন চিকিৎসক মারতে ছুটলেন আরেক জন চিকিৎসকের দিকে। এই ঘটনা কোনও বেসরকারি হাসপাতালের নয়, কোনও দূরদূরান্তের জন্য, খোদ আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের। সরকারি হাসপাতালের একাধিক বিষয় সামনে এসেছে এর আগেও, কিন্তু এই ঘটনা একেবারেই নজিরবিহীন। প্রশ্নের মুখে চিকিৎসা ব্যবস্থা।


২) ধর্মতলায় হোমযজ্ঞ

ধর্মতলার ধরনাতলায় নতুন আন্দোলন-অবস্থান। আন্দোলনে এসএলএসটি চাকরিপ্রার্থীরা। দীর্ঘ সাত বছর ধরে এসএসসি পরীক্ষা হচ্ছে না। এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তির দাবিতে মহাযজ্ঞের আয়োজন করা হয় এদিন। সোমবার সকাল থেকে এই হোমযজ্ঞ শুরু করেন চাকরি প্রার্থীরা। তাঁদের বক্তব্য, সাত বছরে একবারের জন্যও সরকার এসএসসি পরীক্ষা নিতে পারল না। একইসঙ্গে তাঁদের অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে এ রাজ্যে প্রতি খাতে দুর্নীতি হয়েছে। একে একে পেঁয়াজের খোসা ছাড়ানো চলছে। সিবিআই, ইডির জালে এক একজন মাথা। কোটি কোটি টাকার খেলায় শিক্ষিত, প্রকৃত মেধার অধিকারীরা পথে বসছেন বলেও অভিযোগ তাঁদের। 


৩) বঙ্গভঙ্গ বিরোধী আলোচনা নিয়ে তুমুল হট্টগোল বিধানসভায়!

শাসকদলের বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব নিয়ে তুমুল হট্টগোল বিধানসভায়। বিধায়ক সাবিনা ইয়াসমিনের মন্তব্য ঘিরে বিজেপি বিধায়কদের তুমুল শোরগোল। আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে গলা চড়ালেন শুভেন্দু অধিকারী সহ অন্য বিজেপি বিধায়কেরা। আলোচনায় উঠল জগদীপ ধনখড় প্রসঙ্গও। এদিন বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনেন তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী এবং হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন। প্রস্তাবের সপক্ষে আলোচনা করতে গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "জন বারলা মানুষকে ভুল বোঝাতে শুরু করেন। পৃথক উত্তরবঙ্গের কথা বলেন। ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়কও বাংলা ভাগের কথা বললেন।" 


৪) 'হাজার হাজার শিক্ষকের প্রয়োজন কী...?'

রাজ্যে এতো শিক্ষকের প্রয়োজনীয়তা নিয়ে এবার প্রশ্ন তুলল আদালত। ইতিমধ্যে দশ হাজার শিক্ষকের প্রয়োজন বলে ঘোষণা করা হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে। কিন্তু আদৌ কী এতো শিক্ষকের প্রয়োজন? নাকি এর জেরে রাজ্যে অর্থের অপচয় হচ্ছে? এই মর্মেই আদালতে প্রশ্ন ছুঁড়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন তাঁর পর্যবেক্ষণে সরাসরি এই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। তাঁর মন্তব্য, "দশ হাজার শিক্ষকের প্রয়োজন বলে ঘোষণা করা হয়েছে, এদিকে চার লাখের কিছু কম ছাত্র এবার মাধ্যমিকে বসছে। এই অতিরিক্ত শিক্ষকের কি প্রয়োজন? কী লাভ? এতে অর্থের অপচয় হচ্ছে।"


৫) দুর্ঘটনার কবলে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী

ত্রিপুরার বিধানসভা নির্বাচন সদ্য শেষ হয়েছে। এখনও ফল ঘোষণা বাকি। এর মধ্যেই দুর্ঘটনার মুখে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব দেব। সোমবার সকালে হরিয়ানার পানিপথের জিটি রোডে বড় দুর্ঘটনার কবলে পড়ে সাংসদের গাড়ি। বরাতজোরে প্রাণে বাঁচেন তিনি। ঠিক কী ভাবে দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্যসভার সাংসদ বিপ্লব দেব এদিন সকালে সড়কপথে দিল্লি থেকে চণ্ডীগড় যাচ্ছিলেন। হরিয়ানার পানিপথের জিটি রোডের উপর তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। বরাতজোরে প্রাণে বেঁচে যান বিজেপি সাংসদ।


৬) ফের ফ্রিজে টুকরো টুকরো দেহ

আরও একটি হত্যাকাণ্ড। ফের টুকরো টুকরো করা হল দেহ। সংরক্ষণ করা হল ফ্রিজে। পরে দেহাংশগুলি বিভিন্ন স্থানে ছড়িয়ে ফেলে দেওয়া হল। শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের ছায়া এবার অসমের গুয়াহাটিতে। তবে, এই ক্ষেত্রে হত্যার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। স্বামী এবং শাশুড়িকে সে এই রকম নৃশংসভাবেই হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। বস্তুত, এই জোড়া হত্যাকাণ্ড ঘটেছিল মাস সাতেক আগে গুয়াহাটির নুনমতি এলাকায়। ১৯ ফেব্রুয়ারি ঘটনাটি সামনে আসে। প্রধান আসামি বন্দনা কলিতাকে গ্রেফতার করা হয়েছে এবং সে অপরাধ স্বীকার করেছে। এর পিছনে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে পুলিশের অনুমান।


৭) গর্ভনিরোধক ওষুধ বিক্রিও বন্ধ করল তালিবান

যত দিন পেরোচ্ছে, ততই কঠোর হচ্ছে তালিবানের নিয়ম। বিশেষ করে মহিলাদের প্রায় সমস্ত অধিকারই কেড়ে নেওয়া হচ্ছে। শিক্ষা থেকে পোশাক পরার অধিকার, সবকিছুতেই কাঁচি চালিয়েছে তালিবান। এবার আফগানিস্তানের মহিলাদের ব্যক্তিগত জীবনের অধিকারেও হস্তক্ষেপ করল। তালিবান সরকারের তরফে জানানো হল, এবার থেকে আর মহিলাদের জন্য গর্ভনিরোধক ওষুধ বিক্রি করা যাবে না। এই নিষেধাজ্ঞার পিছনে যুক্তিও দিয়েছে তালিব প্রশাসন। তাদের দাবি, মুসলিমদের জনসংখ্য়া নিয়ন্ত্রণের জন্য এটা পশ্চিমী দুনিয়ার ষড়যন্ত্র। বাড়ি বাড়ি গিয়ে তারা মহিলাদের হুঁশিয়ারি দিয়ে আসছে যে তারা যেন গর্ভনিরোধক ওষুধ ব্যবহার না করেন। 


8) বিরাটকে প্রকাশ্যে চুমু!

রানমেশিন বিরাট কোহলি একাধিক তরুণীদের মনে ঝড় তুলতে ওস্তাদ। বিরাটকে এক ঝলক সামনে থেকে দেখার জন্য তাঁর একাধিক ফ্যানেরা বিভিন্ন সময় ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে ঢুকে পড়েন। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বিরাটের পায়ে কখনও ঝাঁপিয়ে পড়েন, তো কখনও আবার তার সঙ্গে সেলফি তোলার আবদার করেন। তাঁকে নিয়ে মাতামাতি বিন্দুমাত্র কমেনি। সদ্য কোহলির এক পাগল ভক্ত প্রকাশ্যে চুমু খেয়ে বসেছেন বিরাটকে। ওই তরুণীর বিরাটকে চুমু খাওয়ার অবাক করা কাণ্ডের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।


৯) ডার্বির আগে হঠাৎ চাঙ্গা ইস্টবেঙ্গল

আইএসএলের প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গল। লিগ টেবিলের ৯ নম্বরে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। ১৯ ম্যাচে ঝুলিতে ১৯ পয়েন্ট। নতুন করে কিছু পাওয়ার নেই। তবে শনিবারের ডার্ব জিতলে অনেক না পাওয়া যন্ত্রণার উত্তর পাবেন লাল-হলুদ সমর্থকরা। আর তারই সন্ধানে গোটা দল। শেষ সাতটা ডার্বিতে খালি হাতে ফিরেছে ইস্টবেঙ্গল। আইএসএলের বড় ম্যাচে রেজাল্ট এখনও ০-৫। এ বার আইএসএলের ডার্বির রেজাল্টে খাতা খুলতে চায় লাল-হলুদ শিবির।


১০) আমি বিধায়ক কন্যা বলেই অনেক বেশি উল্টোপাল্টা কথা শুনতে হয়

নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘প্রাক্তন’-এ প্রথম অভিনয়। ছোট্ট একটি চরিত্রে। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের বোনের চরিত্রে। তারপর বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন নাচে পারদর্শী এই অভিনেত্রী। ‘সাহেবের চিঠি’ সিরিয়ালে খলনায়িকাও হয়েছেন। তবে নন্দিতা- শিবপ্রসাদের ‘গোত্র’ ছবিতে ‘রঙ্গবতী’ গানে নেচে বিপুল জনপ্রিয় হয়েছিলেন দেবলীনা কুমার। নাচই তাঁর প্যাশন। তাঁর নেশা। তাঁর ধ্যানজ্ঞান সবটাই। জন্মসূত্রে এবং বিবাহসূত্রে তাঁর আরও দুটি পরিচয়, তিনি বিধায়ক দেবাশিস কুমারের একটিমাত্র আদরের কন্যা এবং উত্তরকুমারের নাত-বউ। এই দুটি পরিচয়ের জন্যই নেটদুনিয়ায় নিজেকে ‘ইজ়ি টার্গেট’ কিংবা ‘সহজ নিশানা’ মনে করেন দেবলীনা

You might also like!