Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Duranta barta Audible Pod casts

2 years ago

Top 10 news today : আজকের সেরা ১0 ( মঙ্গলবার , এপ্রিল ৪ ,২০২৩ )

মঙ্গলবার , এপ্রিল ৪ ,২০২৩
মঙ্গলবার , এপ্রিল ৪ ,২০২৩

 

১/ নন্দীগ্রামে 'ভোট লুটে'র হিসেব চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় 

মঙ্গলবার দুপুরে দিঘায় সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একাধিক ইস্যুতে মুখ খোলেন তিনি। হাওড়া ও রিষড়ার অশান্তির জন্য সরাসরি আক্রমণ করেন বিজেপিকে। এদিন মুখ্যমন্ত্রীর সভায় ফের উঠে আসে বিধানসভা ভোটে নন্দীগ্রামে কারচুপির প্রসঙ্গ।মুখ্যমন্ত্রী বলেন, “নন্দীগ্রামে ভোট লুট হয়েছে। বিজেপি যে কটি আসন পেয়েছে, জানবেন সব কটি আসনে লুট হয়েছে। ভোটের গণনার দিন তিন ঘণ্টা কেন লোডশেডিং হয়েছিল, তার হিসেব আমরা চাই।” এরপরই তিনি আরও বলেন, “ছেড়ে কথা বলব না। অনেক সহ্য করেছি।”

২/ ১৪৪ ধারা উঠুক, যেখানে যেতে চাইবেন যেতে দেব 

হাওড়ার কয়েকটি জায়গায় পরিদর্শনে যেতে চান তিনি। এ কথা জানিয়ে হাওড়ার পুলিশ কমিশনারকে রবিবার একটি চিঠি পাঠিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁকে হাওড়ার ওই বিশেষ জায়গাগুলিতে না আসার অনুরোধ করে মঙ্গলবার পাল্টা চিঠি পাঠালেন সিপি প্রবীণ ত্রিপাঠী। ওই চিঠিতে তিনি শুভেন্দুকে জানিয়েছেন, আপাতত ওই সমস্ত জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে। তা উঠে যাওয়ার পরেই যেন শুভেন্দু পরিদর্শনে আসেন। 

৩/ সাংসদ নন, তবুও ওয়েনাড় যাচ্ছেন রাহুল গান্ধী 

কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরলের ওয়েনাড় যাচ্ছেন। সূত্রের খবর, আগামী ১১ এপ্রিল তিনি নিজের পূর্বতন লোকসভা কেন্দ্রে যাবেন। তবে তিনি সেখানে জনসভা করবেন কি না, তা এখনও স্থির হয়নি। কেরল প্রদেশ কংগ্রেসের চলতি বৈঠকেই তা চূড়ান্ত হওয়ার কথা।

৪/ অর্ধনগ্ন তরুণীর ভিডিও ভাইরাল হতেই পোশাক নিয়ে বিবৃতি মেট্রোর 

দিল্লি মেট্রোয় স্বল্পবসনা তরুণীর ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছিলেন বহু মেট্রো যাত্রী। অবশেষে এ নিয়ে এবার মুখ খুলল দিল্লি মেট্রো কর্তৃপক্ষ।সোমবার একটি বিবৃতি প্রকাশ করে যাত্রীদের উদ্দেশে বলা হয়, মেট্রো যাত্রায় যেন সামাজিক শিষ্ঠাচার বজায় রাখা হয়। এমন কোনও পোশাক যেন কোনও যাত্রী না পরেন, যাতে বাকিদের অস্বস্তি হয় কিংবা বিষয়টি স্পর্শকাতর হয়ে পড়ে।

৫/ শাড়ি না সালোয়ার কামিজ, দ্বৈরথ স্কুলে 

শাড়ি না সালোয়ার কামিজ? শিক্ষিকা কী পরে ক্লাস নেবেন, তা নিয়েই এ বার টানাপড়েন।দক্ষিণ কলকাতার মাধ্যমিক বোর্ডের অধীন একটি মেয়েদের স্কুলে পোশাক সংক্রান্ত এই দ্বৈরথ শুরু হয়েছে প্রাথমিক বিভাগের এক সঙ্গীতশিক্ষিকা ও প্রধানশিক্ষিকার মধ্যে। ওই শিক্ষিকার অভিযোগ, সালোয়ার কামিজ পরে ক্লাস নিতে আসায় তাঁর সব ক্লাস বাতিল করা হয়েছে। এতে ছাত্রীদের সঙ্গীতশিক্ষাও শিকেয়উঠেছে বলে দাবি। এর সমাধান চেয়ে তিনি মানবাধিকার সংগঠন এপিডিআর এবং রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন। তবে এই ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষ কার্যত মুখে কুলুপ এঁটেছেন। 

৬/ হবে রথযাত্রা, এসেছে রাজস্থানের বংশী পাহাড়ের পাথর, পুরীর আদলে দিঘায় গড়ে উঠছে জগন্নাথ মন্দির 

পুরীর আদলে দিঘায় গড়ে উঠছে জগন্নাথ মন্দির। ইতিমধ্যেই সেই মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। এই মন্দির নির্মাণের জন্য রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা হয়েছে বিখ্যাত "স্যান্ডস্টোন।"ইতিমধ্যেই সেই পাথর কাটার কাজ চালাচ্ছেন শিল্পীরা। অন্যদিকে কংক্রিট ঢালাইয়ের কাজও অনেকটাই শেষের দিকে।ইঞ্জিনিয়ারদের দাবি চলতি বছরের মধ্যেই শেষ হয়ে যাবে মন্দির নির্মাণের কাজ। 

৭/ ই নিয়ে তৃতীয় বার অরুণাচল প্রদেশের এলাকাগুলির ‘নাম’ পরিবর্তনের চেষ্টা করল চিন 

চিনের তরফে অরুণাচল প্রদেশের ১১টি জায়গার নাম পরিবর্তনের সিদ্ধান্তকে একেবারেই মান্যতা দিতে রাজি নয় ভারত। দিল্লির তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল সে কথা। পাশাপাশি এ-ও জানিয়ে দেওয়া হল, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। তাই যে কেউ নাম পরিবর্তন করলে তাতে বাস্তব কোনও দিন বদলাবে না বলেও দাবি কেন্দ্রের।

৮/ কোচ পাকা করে ফেলল লাল-হলুদ শিবির 

সুপার কাপের ঠিক আগেই আগামী মরসুমের কোচ ঠিক করে ফেলল ইস্টবেঙ্গল। স্টিফেন কনস্ট্যান্টাইনের জায়গায় আসতে চলেছেন সের্জিয়ো লোবেরা। অতীতে এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসি-র কোচ ছিলেন তিনি। আইএসএলের সফলতম কোচ তিনিই। 

৯/ অধিনায়ক ধোনির বিশ্বজয়ের ১২ বছর, বিশেষ পরিকল্পনা নিয়েছেন মুম্বইয়ের ক্রিকেট কর্তারা

মহেন্দ্র সিংহ ধোনিকে বিশেষ ভাবে সম্মানিত করতে চলেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। অভিনব পরিকল্পনা নিয়েছেন মুম্বইয়ের ক্রিকেট কর্তারা। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়কে মাথায় রেখে সম্মানিত করা হবে সে বারের অধিনায়ককে। সূত্রের খবর, ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৩৩ হাজার দর্শকাসনের একটি ধোনির নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেছে নেওয়া হয়েছে একটি বিশেষ আসনকে। যে আসনের সঙ্গে রয়েছে ভারতের দ্বিতীয় এক দিনের বিশ্বকাপ জয়ের সম্পর্ক, উল্লেখ্য, শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ম্যাচের শেষ বলে ছয় মেরে ভারতকে জিতিয়েছিলেন ধোনি। বল উড়ে গিয়ে পড়েছিল গ্যালারিতে। সেই ম্যাচের ভিডিয়ো দেখে মুম্বইয়ের ক্রিকেট কর্তারা চিহ্নিত করেছেন গ্যালারির নির্দিষ্ট আসনটিকে, যে আসনে গিয়ে পড়েছিল বল।

১০/ আদৌ কি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জওয়ান’ 

দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় তৈরি হচ্ছে ‘জওয়ান’। এটিই শাহরুখ খানের প্রথম সর্বভারতীয় ছবি। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। ‘পাঠান’ ছবির মাধ্যমে ইতিমধ্যেই নিজেকে ‘অ্যাকশন হিরো’ হিসাবে প্রতিষ্ঠা করেছেন শাহরুখ। শোনা যাচ্ছে, অ্যাকশন ছবির নিরিখে ‘পাঠান’কেও ছাপিয়ে যেতে চলেছে ‘জওয়ান’। তবে এখনও বাকি রয়েছে কিছু দৃশ্যের কাজ। শোনা যাচ্ছে, নিখুঁত ভাবে সবটা শেষ করতে চান পরিচালক। সঙ্গে বাকি পোস্ট প্রোডাকশন ও ভিএফএক্সের কাজও। সব মিলিয়েই পিছিয়েছে ছবির মুক্তির তারিখ। জুনের বদলে এ বার অক্টোবর নাগাদ মুক্তির সম্ভাবনা ‘জওয়ান’-এর

You might also like!