Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 ( বুধবার,এপ্রিল ১৯, ২০২৩ )

Today's Top 10 (Wednesday, April 19, 2023)
Today's Top 10 (Wednesday, April 19, 2023)

 

শুভেন্দুর মন্তব্যকে উড়িয়ে তোপ মমতার

শুভেন্দু অধিকারীর দাবি নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু অধিকারীর দাবিকে নস্যাৎ করলেন তিনি৷ শুভেন্দু সিঙ্গুরের সভা মঞ্চ থেকে দাবি করেছিলেন, জাতীয় দলের তকমা হারানোর পর নাকি অমিত শাহকে চারবার ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই দাবিই উড়িয়ে দিলেন মমতা৷ মমতা এ দিন অভিযোগ তুলে বলেন, ‘আমি অত্যাশ্চর্য, কেউ কেউ কিছু বলছে, সেটা মিডিয়া বার করে দিচ্ছে৷ গতকাল মিথ্যাচার, কুৎসিত আচার প্রচার করছেন৷ কিছু ধংসাত্মক কথা বিজেপির মিটিং থেকে শুনলাম, এক বারও কী আমাকে কেউ জিজ্ঞাসা করেছে?’


 রাস্তায় নামছে আরও বেশি সংখ্যক AC বাস

গরমে নাজেহাল নিত্যযাত্রীরা৷ এই অবস্থায় যাত্রীদের সুবিধায় আরও শীতাতপ নিয়ন্ত্রিত বাস রাস্তায় নামাচ্ছে রাজ্য পরিবহন দফতর। একাধিক এসি বাস বিভিন্ন ডিপোয় রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে। বহু ক্ষেত্রে যাত্রী না মেলায় বাস চালিয়ে লাভ হবে না বলে ডিপোয় রাখা হয়েছিল। এবার চাহিদা বাড়ছে। তাই এই সব বাস রাস্তায় নামানোর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর। এপ্রিল মাস জুড়ে ১০০টিরও বেশি সরকারি বাস রাস্তায় পরিষেবা দেবে। তার মধ্যে বেশিরভাগ এসি বাস। পরিবহণ দফতর সূত্রে খবর, এখনও প্রায় ৬০ শতাংশ এসি বাস ডিপোয় রয়েছে।


৯ বছর পর চাকরি পাচ্ছেন অম্বিকা

এবার ফের হাইকোর্টের হস্তক্ষেপে চাকরি পেতে চলেছেন এক  প্রার্থী। প্রাথমিক নিয়োগের পরীক্ষা দেওয়ার পর চাকরির অপেক্ষায় কেটে গিয়েছে ৯ বছর। অবশেষে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি পেতে চলেছেন চাকরি প্রার্থী অম্বিকা দাশ গঙ্গোপাধ্যায়। ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই বিজ্ঞপ্তি অনুসারে ২০১২ সালে পরীক্ষা নেওয়া হয় ও ইন্টারভিউ হয় ২০১৪ সালে। ২০২১ সালে প্যানেল প্রকাশিত হয়। প্যানেলে নাম না থাকায় আরটিআই করেছিলেন এই চাকরি প্রার্থী অম্বিকা দাস গঙ্গোপাধ্যায়। পরে তিনি জানতে পারেন প্যানেলের শেষে যে পরীক্ষার্থীর নাম রয়েছে, তাঁর প্রাপ্ত নম্বরের দ্বিগুন নম্বর পেয়েছিলেন অম্বিকা।


তাপপ্রবাহের সতর্কতা

আগামী ৪৮ ঘণ্টা আরও বাড়বে তাপমাত্রা। প্রচণ্ড তাপপ্রবাহের সতর্কতা পশ্চিমের দুই একটা জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বাঁকুড়া,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম,বীরভূমে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ পরিস্থিতি জারি থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা বাদ দিয়ে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে ২১ তারিখ পর্যন্ত। কলকাতা সহ রাজ্যের কয়েকটি জায়গায় ৱুধবার তাপমাত্রা ছিল আলিপুরে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস, দমদম ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস সল্টলেক ৪২.২ ডিগ্রি সেলসিয়াস মালদা ৪২ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস আসানসোল ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস।অর্থাৎ সমস্ত জায়গাতেই তাপপ্রবাহ চলছে।


জন বিস্ফোরণ! ভারত টপকে গেল চিনকেও

বিশ্বের সবথেকে জনবহুল দেশ হিসেবে পরিচিত ছিল চিন। তবে চিনের থেকে এবার সেই স্থান ছিনিয়ে নিল ভারত। জনসংখ্যার নিরিখে চিনকেও টেক্কা দিল। এই মুহূর্তে বিশ্বের সবথেকে জনবহুল দেশ হল ভারত। চিনের থেকে প্রায় ২৮ লক্ষ (২.৮ মিলিয়ন) বেশি জনসংখ্যা ভারতের। রাষ্ট্রপুঞ্জ কর্তৃক প্রকাশিত রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে। বুধবার রাষ্ট্রপুঞ্জের পপুলেশন ফান্ড একটি নথি প্রকাশ করেছে। রাষ্ট্রপুঞ্জ কর্তৃক প্রকাশিত ২০২৩ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতের জনসংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১৪২.৮ কোটি। আর চিনের বর্তমান জনসংখ্যা ১৪২.৫ কোটি। অর্থাৎ চিনের থেকে ভারতের জনসংখ্যা প্রায় ২৮ লক্ষ বেশি।


 ভারতীয়দের ফেরাতে উদ্যোগী কেন্দ্র

চারদিন কেটে গিয়েছে, এখনও সুদানে জারি রয়েছে গৃহযুদ্ধ। আজই সুদানের খারতুম শহরে বড়সড় বিস্ফোরণ হয়। সুদানের সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতা দখলের যে লড়াই শুরু হয়েছে, তার মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। সুদানের গৃহযুদ্ধে এখনও অবধি কমপক্ষে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন ভারতীয়ও ছিলেন। কর্মসূত্রে সুদানে গিয়ে আটকে পড়েছেন কমপক্ষে কয়েক হাজার ভারতীয়। আটকে পড়া এই ভারতীয়দের উদ্ধারে তৎপর কেন্দ্রীয় সরকার। সুদানে আটকে পড়া ভারতীয়দের সুরক্ষিতভাবে দেশে ফেরাতে আমেরিকা, ব্রিটেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে কথা বলছে ভারত সরকার,  এমনটাই সূত্রের খবর।


 ধনী শহর নিউ ইয়র্ক

বিশ্বের সবচেয়ে ধনী শহরের তকমা পেল নিউ ইয়র্ক। সারা বিশ্বের মধ্যে এই শহরেই ধনীর সংখ্যা সর্বাধিক। হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সাম্প্রতিক সমীক্ষা রিপোর্টে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। এই তালিকায় ভারতেরও বেশ কয়েকটি শহরের তালিকা রয়েছে। তবে সেগুলির স্থান অনেকটাই নীচে। হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সাম্প্রতিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ৩ লক্ষ ৪০ হাজার মিলিওনেয়ার থাকেন নিউ ইয়র্কে। ফলে এটি বিশ্বের সবচেয়ে ধনী শহর। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জাপানের রাজধানী টোকিও ও সানফ্রান্সিসকো। চতুর্থ স্থান পেয়েছে লন্ডন। পঞ্চম স্থানে রয়েছে সিঙ্গাপুর। তালিকার ২১ নম্বরে স্থান হয়েছে বাণিজ্যনগরী মুম্বইয়ের।


ফুটবলে দুর্নীতি!

ব্রাজিল ফুটবলে গড়াপেটার ছায়া। ব্রাজিলের শীর্ষ লিগে গড়াপেটার প্রমাণ পেয়েছেন তদন্তকারী অফিসাররা। আঁধারে ব্রাজিলের ফুটবল ভবিষ্য়ৎ। ফুটবল মানেই ব্রাজিল, আর সেই দেশেই কিনা গড়াপেটার মতো কেলেঙ্কারি! খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় বিশ্বফুটবল। যে সাম্বার জাদুতে আচ্ছন্ন হয় ফুটবলবিশ্ব, সেই দেশই কিনা গড়াপেটার মতো কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। এমনিতেই বেশ কয়েক বছর ধরে ব্রাজিলের সাফল্য নেই। ২০০২ সালের পর বিশ্বকাপ জেতেনি পেলের দেশ। মাঝে একবার সেমিফাইনাল খেলেছে সেলেকাওরা। বাকি বছরগুলোয় শুধুই ব্যর্থতা। নেইমারদের দেশে গড়াপেটার কেলেঙ্কারির খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে সে দেশের ফুটবল ফেডারেশন।


 বাবা হতে চলেছেন নেইমার

কবে মাঠে ফিরবেন, তার নিশ্চয়তা নেই। নেইমার এখন হাঁটুর চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে। ফুটবল কেরিয়ার নিয়ে ভক্তজনকে সুখবর শোনাতে পারছেন না। কিন্তু নেইমারের ব্যক্তিগত জীবনের মন ভালো খবর এল প্রকাশ্যে। বাবা হতে চলেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা। একগুচ্ছ ছবি শেয়ার করে এই সুখবর দিয়েছেন নেইমারের প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি। সেই ইনস্টা পোস্টে ট্যাগ করেছেন নেইমারকে। ছবিতে দেখা যাচ্ছে ব্রুনার বেবি বাম্পে চুমু খাচ্ছেন নেইমার। ব্রুনার প্রথম প্রেগনেন্সি হলেও নেইমার আগেই বাবা হওয়ার স্বাদ পেয়েছেন। ১১ বছরের পুত্র সন্তান রয়েছে তাঁর। এ বার দ্বিতীয় বার বাবা হতে চলেছেন তিনি।


 কড়া বার্তা প্রিয়াঙ্কার

দীর্ঘদিন ধরে বলিউডকে খুব কাছ থেকে দেখেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতিতে সিটাডেল-এর প্রচারে ব্যস্ত। তারই মাঝে এবার মুখ তাঁকে মুখ খুলতে দেখা যাচ্ছে বলিউডের একাধিক প্রসঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া তাঁর এক একটি মন্তব্যে কেবলই তোপ দাগার ইঙ্গিত। যদিও এবার একপ্রকার প্রশংসাই করলেন তিনি। জানালেন, গত ৫ থেকে ১০ বছরে অনেকটা পাল্টে গিয়েছে এই সিনেদুনিয়া। তবে তিনি যখন পা রেখেছিলেন তখন বিষয়টা মোটেও এতটা সহজ ছিল না। বলিউডে কাজ পাওয়া টিকে থাকার জন্য কেবল প্রতিভাই যথেষ্ট নয়। পাশাপাশি আরও অনেক বিষয়ই নজর রাখতে হত তখন প্রযোজক থেকে পরিচালকদের।

You might also like!