পুলিশকে তুলোধোনা জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যানের
ময়নার বিজেপি নেতা খুনের তদন্তে নামল জাতীয় এসসি কমিশন। বৃহস্পতিবার বাকচা গ্রামে পৌঁছেই পুলিশকে তুলোধোনা করলেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। কেন তাঁর পরিদর্শনের সময় এসপি ও ডিএম ঘটনাস্থলে উপস্থিত নেই সেই নিয়ে প্রশ্ন তুললেন। বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার মৃত্যু নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত ময়নার রাজনীতি। যেখান থেকে এই বিজেপি নেতার দেহ উদ্ধার হয়েছিল বৃহস্পতিবার জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার সেই জায়গাটি ঘুরে দেখেন। কথা বলেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে। ঘটনাস্থল ঘুরে দেখার পরই উপস্থিত পুলিশ আধিকারিকদের ধমক দেন অরুণবাবু।
আপাতত স্বস্তি অমর্ত্য সেনের!
কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। আগামী ৬ মে তাঁকে ফাঁকা করতে হচ্ছে না বিশ্বভারতীর জায়গা। বিশ্বভারতীর জায়গা খালি করার নোটিসের উপরে অন্তর্বতী স্থগিতাদেশ জারি করলেন হাইকোর্টের বিচারপতি বিভাস রঞ্জন দে। জেলা জজ কোর্টে অমর্ত্য সেনের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বতী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট৷ আগামী ৬ মের মধ্যে বিশ্বভারতীর জায়গা ফাঁকা করার জন্য অমর্ত্য সেনকে নোটিস পাঠিয়েছিল বিশ্বভারতীর যুগ্ম রেজিস্ট্রার এবং এস্টেট অফিসার। সেই বিজ্ঞপ্তি উপরে বৃহস্পতিবার স্থগিতাদেশ দিল হাইকোর্ট।
আমি গ্যারান্টার
মালদহ থেকে এনআরসি নিয়ে ফের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বললেন, ‘যেখানে আমি হচ্ছি গ্যারান্টার৷ সেখানে নাগরিকত্বের কোনও ভয় নেই৷’ মমতা নির্দেশ দেন, ‘সুজাপুর কনস্টিটিউন্সি, সাবিনা তুমি দেখে নাও৷’ এর আগেও ক্রমাগত এনআরসির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন মমতা৷ মমতা বলেন, ‘‘এনআরসি নিয়ে আবার চিঠি পাঠিয়েছে ওঁরা। ডায়রেক্ট চিঠি পাঠায়নি। আপনাদের কথা দিচ্ছি, আমি করব না, করতেও দেব না। ভোট এলেই ওঁরা এই ধরনের চিঠি দেয়। যেটা অসমে করেছে, সেটা ওঁরা করতে চায়। কিন্তু নিজেদের নামগুলো ভোটার লিস্ট এ অবশ্যই তুলবেন। ভোটটা আপনাদের নাগরিক অধিকার। যাতে ওঁরা বলতে না পারে৷’’
ডিএ-র মিছিল
ডিএ সহ একগুচ্ছ দাবিতে সরকারি কর্মচারীদের মহা মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট। ডিএ সহ একাধিক দাবিতে মহামিছিলের কর্মসূচি গ্রহণ করেছে সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চ৷ আদালত এদিন জানান, একটি নির্দিষ্ট রুটেই এই মহামিছিল করতে হবে। হাজরা মোড় থেকে হাজরা রোড হয়ে কালীঘাট দমকল স্টেশন পর্যন্ত যাবে এই মিছিল। সেখান থেকে এগোবে ডানদিকে হরিশ মুখার্জি রোড ক্রশিং-এর দিকে এগোবে। সেই পথেই মিছিল যাবে সাবার্বান স্কুল রোড। এরপর ডানদিকে ডিএন রোড হয়ে হাজরা মোড়ে ফিরবে মিছিল। প্রসঙ্গত, এই রুটেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন।
‘বিবেক বলে কিছু নেই?
সময়টা একেবারেই ভাল যাচ্ছে না অনুব্রত মণ্ডলের৷ বৃহস্পতিবার তাঁর জেল বদলের আর্জিও খারিজ করে দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। এদিন আদালত কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত বলেন, ‘‘মেয়ের সঙ্গে এখনও কথা হয়নি অনুব্রতর। শনিবার কথা হবে।’’ সূত্রের খবর, শরীর স্বাস্থ্যও নাকি ভাল নেই কেষ্টর৷ তিহাড়ের চিকিৎসকেরা জানিয়েছেন, অনুব্রতের হার্টের ৭৫ শতাংশ ব্লকেজ রয়েছে। সমস্যা রয়েছে লিভারেও। আদালতে নাকি ইডি অফিসারদের হাত ধরে কাতর আর্জি জানিয়েছেন অনুব্রত। কেষ্টকে বলতে শোনা গিয়েছে, ‘‘বিবেক বলে তো কিছু আছে। মেয়েটাকেও গ্রেফতার করলেন! বিবেক বলে কিছু নেই?’’
বাস-গাড়ির মুখোমুখি ধাক্কা
ফের ভয়াবহ পথ দুর্ঘটনা ঘঠল মহারাষ্ট্রে। একটি চারচাকা গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটেছে প্রাণহানির ঘটনা। বৃহস্পতিবার দুপুরে মহারাষ্ট্রের সাঙ্গলি জেলায় ঘটেছে এই ঘটনা। বাস ও গাড়ির মুখোমুখি দু্র্ঘটনার জেরে চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত চার জনই একই পরিবারের বলে জানা গিয়েছে। সাঙ্গলির ভিটা-নিউরি রাস্তার উপর এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বাসের ধাক্কায় গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। চারচাকা গাড়িতে মোট পাঁচ জন ছিলেন। কিন্তু এয়ারব্যাগের সৌজন্যে প্রাণে বেঁচেছেন এক জন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
রাশিয়ার বদলা শুরু
বছর পার হলেও থামার নাম নেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। বরং বুধবার নয়া মোড় নিল দুই দেশের যুদ্ধ। রাশিয়ার অভিযোগ, তাদের দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-কে হত্যার চেষ্টা চালিয়েছে ইউক্রেন। পুতিনকে মারতেই তাঁর বাসভবনের উপরে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন, কিন্তু সঠিক সময়ে নিরাপত্তা বাহিনীর নজরে পড়ে যাওয়ায়, গুলি করে পরপর দুটি ড্রোন নামানো হয়। ইউক্রেন এই হামলার দাবি অস্বীকার করলেও, গতকালই মস্কোর তরফে এর বদলা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। ইউক্রেনের ড্রোন হানার জবাবেই রাশিয়ার তরফে শুরু হল পাল্টা হামলা। বুধবার রাতেই ইউক্রেনের খেরসন শহরে অন্যতম ভয়ঙ্কর ও প্রাণঘাতী হামলা চালাল রাশিয়া।
মামলায় ইতি টানল সুপ্রিম কোর্ট
রেসলিং ফেডারেশন ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে ৭ মহিলা কুস্তিগীরের করা যৌন হেনস্থার মামলার শুনানি বন্ধ করেদিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (৪ মে), প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমহা এবং বিচারপতি জেবি পর্দিওয়ালার বেঞ্চ জানিয়েছে যে, ইতিমধ্যেই ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। কাজেই কুস্তিগীররা যে আবেদন করেছিলেন, সেই উদ্দেশ্য সফল হয়েছে। তাই এই শুননি এগিয়ে নিয়ে যাওয়ার আর কোনও কারণ নেই। তবে, কুস্তিগীরদের আর কোনও দাবি থাকলে, তাঁরা ম্যাজিস্ট্রেট কোর্টে বা দিল্লি হাইকোর্টে সেই আবেদন করতে পারেন।
বাংলার বঞ্চিত কিপারকে ফেরাচ্ছে রোহিতের টিম?
অজিঙ্ক রাহানের মতো ঋদ্ধিও বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। আইপিএলের পারফরম্যান্সের জেরে রাহানে জাতীয় দলে ফের ডাক পেয়েছেন। তাও আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল স্কোয়াডে। কিন্তু গুজরাট টাইটান্সের হয়ে খেলা ঋদ্ধির সেই সৌভাগ্য হয়নি। স্কোয়াডে উইকেটকিপার হিসেবে রয়েছেন লোকেশ রাহুল এবং কেএস ভরত। ভরতের অতীত পারফরম্যান্স যা তাতে ওভালের ফাইনালে রাহুলের খেলার সম্ভাবনা বেশি। কিন্তু আইপিএল ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া লোকেশ রাহুলকে নিয়ে এখন সংশয়। এই পরিস্থিতিতে শুধুমাত্র কেএস ভরতের উপর ভরসা না করে ঋদ্ধিমান সাহার কথা ভাবতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রাহুলের চোটে ভারতীয় দলের প্রত্যাবর্তনের পথ খুলে যেতে পারে ঋদ্ধির জন্য।
শহরে চিরঞ্জীবী, সঙ্গী তামান্না
ঘড়িতে তখন সকাল ৬টা। ভিক্টোরিয়া মেমোরিয়াল – এর সামনে সারি দিয়ে দাঁড় করানো প্রায় ৪৫ টিরও বেশি ট্যাক্সি। লাইট, ক্যামেরা জায়গা মতো রাখার কাজও শুরু হয়েছে জোর কদমে। একটু পর মেক আপ ভ্যানও আসতে শুরু করল পরপর। অপেক্ষা শুধু একজনের । মেগাস্টার চিরঞ্জীবীর। তেলুগু ছবি ‘ভোলা শঙ্কর’-এর শুটিংয়ে যিনি কলকাতায় পা রেখেছেন বুধবার বিকেলে। বেলা গড়াল। ঘড়ির কাঁটা জানান দিল সকাল ৯টা বেজেছে। মেক আপ ভ্যান থেকে নেমে সোজা ট্যাক্সির সামনে গিয়ে দিয়ে ফেললেন প্রথম শট। ছাইরঙা পোশাকে আর বাকি ট্যাক্সি ড্রাইভারদের সঙ্গে মিশে গেলেন চিরঞ্জীবী। প্রথম শট রেডি।