Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Duranta barta Audible Pod casts

2 years ago

Top 10 news today : আজকের সেরা ১0 ( সোমবার, এপ্রিল ১0 ,২০২৩ )

Monday, April 10, 2023
Monday, April 10, 2023

 

রাজ্যজুড়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা বিজেপির


দণ্ডি কাণ্ডে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলন কর্মসূচিতে নামছে পদ্ম শিবির। কলকাতা-সহ জেলায় জেলায় সংশ্লিষ্ট সাংগঠনিক নেতৃত্বের উপস্থিতিতে বিক্ষোভ অবস্থানে সামিল হবে বিজেপির কর্মী সমর্থকরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানার সামনেও হবে বিক্ষোভ। দক্ষিণ দিনাজপুর জেলার  তপন বিধানসভা এলাকার অন্তর্গত কয়েকজন আদিবাসী মহিলাকে বিজেপিতে যোগদান করার অপরাধে দণ্ডি কাটিয়ে তৃণমূলে ঘরওয়াপসি করানোর গুরুতর অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। 'আদিবাসী সম্প্রদায়কে অপমান করা হয়েছে' এই ইস্যুকে হাতিয়ার করে শাসক দলকে নিশানা করে রাজ্য তথা কেন্দ্রের একাধিক বিজেপি নেতা ট্যুইটে ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হন। 


ইডি-কে 'সব' জানিয়ে দিলেন অয়ন শীল


১২ কোটি নয়, অঙ্কের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০ কোটি!  অয়ন শীলকে জেরা করে নয়া তথ্য ইডির হাতে। ইডি সূত্রে খবর, পুরসভায় নিয়োগ পাইয়ে দেওয়ার নাম করে বেআইনি নিয়োগে শুধু অয়ন শীলই তুলেছেন ৪০ কোটি টাকা । এর আগে জানা গিয়েছিল অয়ন ১২ কোটি টাকা তুলেছিল। ওই হিসেব সামনে রেখে অয়নকে জেরা করে ইডি এই ৪০ কোটি টাকা তোলার হদিস পেয়েছে ইডি। অয়নকে ইডি জেরায় চাঞ্চল্যকর তথ্য। অয়ন ইডিকে জানান, এই  ৪০ কোটি টাকা তিনি রাখেননি। ৪০ কোটির মধ্যে  ২০-২৫%  কমিশন পেতেন তিনি। বাকি ৭৫-৮০% চলে যেত নির্দিষ্ট পুরসভার প্রভাবশালী ব্যক্তিদের কাছে। 


জেলায় জেলায় অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স


রাজ্য চালু হচ্ছে  নিখরচায় হাইটেক অ্যাম্বুল্যান্স পরিষেবা। অর্থাৎ এবার অ্যাম্বুল্যান্সে মিলবে মিনি হাসপাতালের পরিষেবা। এরকমই প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স পরিষেবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে এই ধরনের অ্যাম্বুল্যান্স ৩০টি চালু করা হচ্ছে। মূলত কলকাতা, নদিয়া, উত্তর ২৪ পরগনা এই তিন জেলায় দুটি করে এবং বাকি জেলাগুলিতে একটি করে থাকবে এই অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স। মূলত পথদুর্ঘটনা গ্রস্থ ও গুরুতর অসুস্থতে নিকটবর্তী হাসপাতাল ও ট্রমা সেন্টারে পৌঁছে দেবে এই অ্যাম্বুল্যান্সগুলি। প্রতিটি জেলা ও স্বাস্থ্য জেলায় মুখ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের অফিস থেকে এই অ্যাম্বুল্যান্সগুলির পরিষেবা পরিচালিত হবে। 



সোমবার হঠাৎই কলকাতা বিশ্ববিদ্যালয়ে হাজির রাজ্যপাল


আগে থেকে খবর ছিল না তেমন, সোমবার সকালে হঠাৎই কলকাতা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে হাজির হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সকাল ১১:১৪ মিনিট নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাসে তিনি ঢুকে যান। স্বাভাবিক ভাবে সকলের কাছেই এই পরিদর্শন ছিল আকস্মিক৷ কেন বিশ্ববিদ্যালয়ে হঠাৎ হাজির হলেন রাজ্যপাল? মূলত বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্কৃতি দেখাই এদিনের সারপ্রাইজ ভিজিটের উদ্দেশ্য ছিল বলেই সূত্রের খবর। যদিও বিশ্ববিদ্যালয় তিনি যখন পৌঁছে যান সেই সময় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বা উপাচার্য কেউই ক্যাম্পাসে ছিলেন না। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষে যুক্তি দেওয়া হয়েছে রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয় আসবেন তা আগে থেকে জানানো হয়নি।


গ্রেফতার অমৃতপালের ছায়াসঙ্গী পপলপ্রীত


বড় সাফল্য পেল পঞ্জাব পুলিশ। ধরা পড়ল, পলাতক খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং-এর ঘনিষ্ঠ শাগরেদ পপলপ্রীত সিং। সোমবার (১০ এপ্রিল), দিল্লি পুলিশের সঙ্গে এক যৌথ অভিযানে, পঞ্জাবের হোসিয়ারপুর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। গত ১৮ মার্চ অমৃতপালের সঙ্গেই গা ঢাকা দিয়েছিল পপলপ্রীতও। তারপর দুজনকে এক অজ্ঞাত স্থানে সফট ড্রিঙ্কে চুমুক লাগাতে দেখা গিয়েছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। পুলিশ সূত্রে খবর, প্রথমে তারা পালিয়ে দিল্লির এক জায়গায় আত্মগোপন করেছিল। তারপর, দুজনে একসঙ্গেই হরিয়ানায় পালিয়েছিল। সেখানে এক মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছিল। 



অগ্নিপথ প্রকল্প বৈধ


দেশের যুব সম্প্রদায়ের জন্য অগ্নিপথ প্রকল্প নিয়ে এসেছিল প্রতিরক্ষা মন্ত্রক। গত বছর জুন মাসে এই প্রকল্প ঘোষণা করা হয়। এই প্রকল্পে দেশের যুবরা ৪ বছরের জন্য দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন। এই মর্মে নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। তবে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে আসার পর এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। দেশের বেশ কিছু জায়গায় প্রতিবাদ-বিক্ষোভও শুরু হয়। ‘অগ্নিপথের’ বৈধতা নিয়ে মামলা আদালত অবধি গড়ায়। সেই মামলা খারিজ করে অগ্নিপথ প্রকল্পকে বৈধ আখ্যা দিল দেশের শীর্ষ আদালত। গত ফেব্রুয়ারি মাসে দিল্লি হাইকোর্ট অগ্নিপথ প্রকল্পকে বৈধ বলে ঘোষণা করেছিল। 


মস্তিষ্কের গুরুতর ক্ষতি ২ শিশুর


বহু কোভিড আক্রান্তের দেহেই কোভিড-১৯ এর দীর্ঘস্থায়ী প্রভাব দেখা যাচ্ছে। তার উপর ভারতে ফের বাড়ছে কোভিডের দাপট। এরই মধ্যে আরও উদ্বেগজনক তথ্য উঠে এল এক গবেষণায়। মায়ামি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় জানা গিয়েছে, গর্ভাবস্থায় কোভিড-১৯ আক্রান্ত মায়েদের গর্ভের সন্তানদের মস্তিষ্কের ক্ষতি করতে পারে কোভিড। কারণ কোভিড-১৯-এর ভাইরাস, প্লাসেন্টা ভেঙ্গে ভ্রূণকে সংক্রামিত করতে পারে। অন্তত দুই শিশুর ক্ষেত্রে এই তথ্য প্রমাণিত হয়েছে। ২০২০ সালে কোভিড-১৯ মহামারির দ্বিতীয় তরঙ্গের সময় ওই দুই শিশুর মা গর্ভবতী ছিলেন। সেই অবস্থাতেই করোনভাইরাসের অন্যতম মারাত্মক ভ্যারিয়েন্ট, ডেল্টায় আক্রান্ত হয়েছিলেন তাঁরা। গর্ভাবস্থায় তাঁদের খিঁচুনিও হয়েছিল। 


ছন্দ নেই, রাগ আছে!


আটত্রিশে মাঠে ফুল ছড়াচ্ছেন তিনি। কিন্তু টিম জয় না পেলে, তিনি গোল না পেলেই রেগে আগুন। সৌদি লিগে আল ফিহার সঙ্গে খেলা ছিল রবিবার রাতে। আল নাসের যে ম্যাচে আটকে গিয়েছে। রোনাল্ডোর মতো তারকা উল্টো দিকে। যে কারণে ডিফেন্সিভ মোডেই পুরো ম্যাচটা খেলেছে প্রতিপক্ষ টিম। বহু চেষ্টা করেও আল ফিহার গোলমুখ খুলতে পারেননি রোনাল্ডো বা তাঁর টিমমেটরা। ৭ মিনিটের স্টপেজ টাইমেও বদলায়নি পরিস্থিতি। শেষ পর্যন্ত গোলশূন্য শেষ হয় ম্যাচ। আর তার পরই আগুন-বর্ষণ করেছেন সিআর সেভেন। ম্যাচ শেষ হওয়ার পর টিভি ক্যামেরায় ধরা পড়েছে, বিপক্ষের ফুটবলার আলি আল-জ়াকানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়েছেন তারকা।


অবশেষে কলকাতায়


তারিখ পে তারিখ… তারিখ পে তারিখ… ভেসে আসছিল ওপার বাংলা থেকে। ১৬তম আইপিএলে কেকেআরের হয়ে খেলতে বাংলাদেশ থেকে কবে আসবেন লিটন দাস? আদৌ তিনি কি এ বারের আইপিএলে খেলতে পারবেন? এই প্রশ্ন দিন দিন জোরাল হচ্ছিল। এ বার নাইট সমর্থকদের অপেক্ষার অবসান হল। রবিবার রাতে কলকাতায় পৌঁছে যান লিটন। তিলোত্তমায় আসার আগে ঢাকার এয়ারপোর্টে লিটন পরিস্কার জানিয়ে দিয়েছেন, এ বারের আইপিএলে তিনি কতদিন খেলতে পারবেন। ঢাকা থেকে কলকাতায় আসার বিমান ধরার আগে এয়ারপোর্টে লিটন বলেন, ‘আমি ওখানে অন্তত ২০-২৫ দিন থাকব। আমি চেষ্টা করব যতটা বেশি সম্ভব ক্রিকেটীয় জ্ঞান অর্জন করার।’


অবশেষে কামব্যাক রিয়ার


১৪ জুন ২০২০– মৃত্যু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। আর সেই সঙ্গেই আরও একজনের জীবন কার্যত তছনছ হয়ে যায়। তিনি রিয়া চক্রবর্তী। মাদক মামলায় জেল, সুশান্তকে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ থেকে শুরু করে তাঁর চরিত্রের কাঁটাছেঁড়া– একের পর এক সমালোচনার মুখে পড়ে নিজেকে অন্তরালে নিয়ে যান তিনি। এরপর কেটেছে প্রায় তিন বছর। অবশেষে ফিরছেন রিয়া চক্রবর্তী। নতুন কাজে, নতুন ভূমিকায় তাঁকে দেখা যাবে। জনপ্রিয় শো এমটিভি রোডিজের গ্যাং লিডারের ভূমিকায় থাকবেন তিনি। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে প্রোমো। আর প্রোমো সামনে আসতেই ধিক্কার নেটপাড়ায়। অনেকেই লিখেছেন, “একজন হত্যাকারীকে সুযোগ দিলেন?” রিয়া অবশ্য নিরুত্তাপ।

You might also like!