নয়াদিল্লি, ৩০ আগস্ট : টানা বৃষ্টির জেরে দিল্লিতে যমুনার জলস্তর ফুঁসছে। দিল্লিতে ফের বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে যমুনার জলস্তর। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রতি মুহূর্তে জলের স্তর বাড়ছে। যার জেরে আতঙ্কও বাড়ছে। বিগত বেশ কিছু দিন ধরে দিল্লি ও লাগোয়া রাজ্যগুলিতে একটানা বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টিতেই যমুনার জলস্তর বাড়ছে। বাড়তে বাড়তে শনিবার সকালে বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে যমুনার জলস্তর। এদিন সকালে দিল্লির পুরানো যমুনা সেতু এলাকায় দেখা যায়, বিপদসীমা অনেকটাই ছাপিয়ে গিয়েছে যমুনার জলস্তর।