
কৈমুর, ১৩ নভেম্বর : বিহারের কৈমুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা, এছাড়াও বৃহস্পতিবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। দুর্ঘটনায় মহিলার মৃত্যুর পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মোহানিয়া-আরা প্রধান সড়ক অবরুদ্ধ করে স্থানীয়রা বিক্ষোভ দেখান।
খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মোহানিয়ার মামাদেব গ্রামের কাছে এক বড় সড়ক দুর্ঘটনায় এক মহিলা মারা গিয়েছেন এবং আটজন আহত হন। ক্ষুব্ধ স্থানীয়রা ইট ও পাথর দিয়ে মোহানিয়া-আরা প্রধান সড়ক অবরোধ করেন। মোহানিয়া থানার পুলিশ আধিকারিক অলোক কুমার বলেন, "একটি মৃতদেহের তথ্য পাওয়া গেছে যা পোস্টমর্টেমের জন্য ভাভুয়ায় পাঠানো হয়েছে। বাকিটা এখনও তদন্ত করা হচ্ছে।"
