Country

2 hours ago

India -Nepal Border Sealed : আগামীকাল বিহারে ভোট, বন্ধ করা হল বীরগঞ্জ-রক্সৌল সীমান্ত

The second phase of Bihar elections will take place on Tuesday
The second phase of Bihar elections will take place on Tuesday

 

পাটনা, ১০ নভেম্বর : রাত পোহালেই বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। নিরাপত্তা নিশ্চিত করতে ও বহিরাগত প্রবেশ আটকাতে সোমবার থেকে ভারত-নেপালের বীরগঞ্জ-রক্সৌল সীমান্ত বন্ধ করে দেওয়া হলো। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই সীমান্ত দিয়ে গাড়ি চলাচলও। নিরাপত্তা সুনিশ্চিত করতে সীমান্তে চলছে টহলদারি।

উল্লেখ্য, বিহারে মঙ্গলবার, ১১ নভেম্বর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা অন্তিম দফার ভোটগ্রহণ। এই দফায় বিহারের ২০টি জেলার ১২২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট প্রার্থীর সংখ্যা ১,৩০২। তার মধ্যে ১৩৬ জন মহিলা প্রার্থী। ১,৩০২ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৩.৭০ কোটিরও বেশি ভোটার। বিহারের এই ২০টি জেলায় সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। ভোটগ্রহণ পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

You might also like!