Country

4 days ago

Goa nightclub fire: থাইল্যান্ডে আটক গোয়ার নাইটক্লাবের দুই মালিক

An outside view of the Birch by Romeo Lane restaurant, in Arpora
An outside view of the Birch by Romeo Lane restaurant, in Arpora

 

নয়াদিল্লি ও ফুকেত, ১১ ডিসেম্বর : গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুই মালিক সৌরভ ও গৌরব লুথরাকে অবশেষে আটক করা হল। সূত্রের দাবি, থাইল্যান্ডে তাঁদের আটক করা হয়েছে। গত ৬ ডিসেম্বর গোয়ার আরপোরায় লুথরা ভাইদের মালিকানাধীন একটি নাইটক্লাবে আগুন লাগে। মৃত্যু হয় ২৫ জনের। দুই ভাই তখন দিল্লিতে ছিলেন। আগুন লাগার খবর পেয়েই তাঁরা থাইল্যান্ডের ফুকেতে পালিয়ে যান। দিল্লি পুলিশ তাঁদের খোঁজে দিল্লির বাড়িতে গেলেও দুই ভাইকে ধরতে পারেনি। তার পরেই সৌরভ ও গৌরবকে ধরতে লুক-আউট সার্কুলার ও ইন্টারপোলের ব্লু কর্নার নোটিস জারি হয়েছিল। এর মধ্যেই বৃহস্পতিবার সকালে তাঁদের আটক করার খবর জানা যায়।

ফেরার দুই ভাইয়ের পাসপোর্ট বাতিল করতে চেয়ে বুধবার কেন্দ্রের দ্বারস্থ হয়েছিল গোয়া সরকার। এ বিষয়ে কূটনৈতিক হস্তক্ষেপ চেয়ে বিদেশ মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই মতো বুধবার রাতেই সৌরভ ও গৌরবের পাসপোর্ট সাময়িক ভাবে অবৈধ করে দেওয়া হয়। এর পর আর তাইল্যান্ড ছেড়ে অন্যত্র পালানোর উপায়ও ছিল না তাঁদের। অবশেষে বৃহস্পতিবার সকালে ধরা পড়ে যান দুই ভাই।

You might also like!