শ্রীনগর, ৩০ অক্টোবর : জম্মু ও কাশ্মীরে উপর্যুপরি সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে এবার সন্ত্রাসবাদকেই তীব্র হুঁশিয়ারি দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান ফারুক আব্দুল্লাহ। বুধবার রীতিমতো হুঁশিয়ারি দিয়ে ফারুক আব্দুল্লাহ বলেছেন, সন্ত্রাসবাদী আসতে থাকবে এবং আমরা মারতে থাকব।
জম্মু ও কাশ্মীরের আখনুরে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলা প্রসঙ্গে ফারুক আব্দুল্লাহ বলেছেন, "একের পর এক এনকাউন্টার হচ্ছে, এতে নতুন কিছু নেই। সন্ত্রাসীরা আসতে থাকবে এবং আমরা তাদের হত্যা করতেই থাকব।" সমস্ত দেশবাসীকে দীপাবলিরও শুভেচ্ছা জানিয়েছেন ফারুক। তিনি বলেছেন, "প্রত্যেকেরই দীপাবলি উদযাপন করা উচিত। এটা অনেক বড় উৎসব। জম্মু ও কাশ্মীরের জনগণের জন্য মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করছি।"