Game

1 month ago

Bengali swimmer Mihir Sen:বিশ্বের প্রথম সাঁতারু হিসেবে জয় করেছিলেন পানামা খাল, বৃহস্পতিবার সেই বাঙালির জন্মদিন!

Bengali swimmer Mihir Sen
Bengali swimmer Mihir Sen

 

কলকাতা ৩০ অক্টোবর : সালটা ১৯৬৬ সালের ৩১ অক্টোবর। ওই দিন সারা বিশ্বের নজর ছিল পানামা খালের দিকে। প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খাল, সেই পানামা খাল অতিক্রম করতে চলেছেন একজন অ-আমেরিকান ব্যক্তিত্ব। আর তিনি হচ্ছেন ভারতের বাঙালি সাঁতারু মিহির সেন। প্রায় দুদিন ধরে চেষ্টা করছেন তিনি। কিন্তু তিনি কি পারবেন এই প্রশ্নটা সেদিন ছিল বিশ্বের মানুষের।

হ্যাঁ, সকলকে অবাক করে দিয়ে পেরেছিলেন এই বাঙালি সাঁতারু। ৩৪ ঘণ্টা ১৫ মিনিটের একনিষ্ঠ চেষ্টায় তিনি পার হয়েছিলেন পানামা খাল। আর এই প্রথম সবাইকে অবাক করে দিয়ে আমেরিকার বাইরের কোনও ব্যক্তি, যিনি আবার বাঙালি তিনি পানামা খাল অতিক্রম করেছিলেন। আর ৩১ অক্টোবর দিনটা বাঙালির এই কৃতিত্বের জন্য গিনেস বুকে চিরকালের জন্য লেখা হয়ে আছে।

You might also like!