সুরাট, ২৭ ফেব্রুয়ারি : এখনও নিয়ন্ত্রণে এল না সুরাটের শিব শক্তি টেক্সটাইল স্টোরের আগুন। বৃহস্পতিবারও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। এমতাবস্থায় প্রধান দমকল অফিসার বলেছেন, সুরাটের শিব শক্তি টেক্সটাইল মার্কেটের "প্রায়" অর্ধেক পুড়ে গিয়েছে। এদিন সকালেই ঘটনাস্থলে যান সুরাটের পৌর কমিশনার শালিনী আগরওয়াল। তিনি বলেছেন, "এর আগের দিন সন্ধ্যায় এখানে আগুন লাগার খবর পাওয়া গিয়েছিল, যা নিভিয়ে ফেলা হয়েছিল, কিন্তু গতকাল সকালে আবারও এখানে আগুনের খবর পাওয়া গিয়েছে, তারপর থেকে দমকল অবিরাম কাজ করছে। সব বড় প্রাইভেট কোম্পানির ফায়ার ডিপার্টমেন্টও এখানে আনা হয়েছে। জলের প্রাপ্যতাও নিশ্চিত করা হচ্ছে। এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট একসঙ্গে কাজ করছে। বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।"
বৃহস্পতিবার সকালেও দাউদাউ করে জ্বলছে সুরাটের শিব শক্তি টেক্সটাইল স্টোর। গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। প্রধান দমকল অফিসার বসন্ত কুমার পারিখ বলেন, "ভিতরে তাপমাত্রা অত্যন্ত বেশি, কারণ সেখানে প্রচুর সামগ্রী রাখা ছিল। গতকাল সকাল ৮টা নাগাদ আমরা প্রথম ফোন পাই। আমরা বিল্ডিংয়ের কাঠামোর স্থায়িত্ব সম্পর্কে নিশ্চিত নই। আমরা একটি হাইড্রোলিক প্ল্যাটফর্ম ব্যবহার করছি এবং বাইরে থেকে আগুন নেভানোর চেষ্টা করছি। প্রায় ৫০ শতাংশ স্টোরে আগুন লেগেছে।"