Country

4 hours ago

Delhi shrouded in smog: উত্তর ভারতে তীব্র ঠান্ডা, দিল্লির বাতাস এখনও দূষিতই

Delhi Shrouded In Smog
Delhi Shrouded In Smog

 

নয়াদিল্লি, ১৫ নভেম্বর : শীতের দাপট বাড়ছে উত্তর ভারতে। আগামী কিছু দিন এমনই ঠান্ডা থাকবে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) আগামী কয়েকদিন ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে তীব্র শীতের পূর্বাভাস দিয়েছে। ঠান্ডা বাড়ছে রাজধানী দিল্লিতেও।

আইএমডি আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, কেরল, মাহে, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়লসীমা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লি-এনসিআর-এর বাতাসের গুণগতমান এখনও খারাপ স্তরেই রয়েছে। দিল্লির বিভিন্ন স্থানে শনিবার সকালেও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) খারাপ পর্যায়ে ছিল। রাজঘাট ও আইটিও এলাকায় বাতাসের গুণমানের সূচক ছিল ৪১৬। আবার দিল্লির কর্তব্যপথ এলাকায় একিউআই ছিল ৩৬৯। দূষণে এই মুহূর্তে নাজেহাল অবস্থা দিল্লিবাসী।

You might also like!