Country

3 days ago

S Jaishankar met china : আস্তানায় ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক জয়শঙ্করের, সীমান্ত-সহ নানা বিষয়ে হয়েছে আলোচনা

Dr S Jaishankar (symbolic picture)
Dr S Jaishankar (symbolic picture)

 

আস্তানা ও নয়াদিল্লি, ৪ জুলাই ঃ কাজাখস্তানের আস্তানায় শাংহাই সহযোগিতা সংগঠন (এসসিও)-এর শিখর সম্মেলনের ফাঁকে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। উভয়ের মধ্যে সীমান্ত-সহ নানা বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে আস্তানায় সিপিসি পলিটব্যুরোর সদস্য এবং বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি।

জয়শঙ্কর আরও জানিয়েছেন, সীমান্ত এলাকায় অবশিষ্ট সমস্যার দ্রুত সমাধান নিয়ে আলোচনা হয়েছে। এই লক্ষ্যে কূটনৈতিক ও সামরিক চ্যানেলের মাধ্যমে প্রচেষ্টা দ্বিগুণ করতে সম্মত হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে সম্মান করা এবং সীমান্ত এলাকায় শান্তি নিশ্চিত করা অপরিহার্য। পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থ- এই তিনটি পারস্পরিক সম্পর্ক আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে পরিচালিত করবে।

You might also like!