Jharkhand

6 months ago

Jharkhand:দেওঘরে ভাঙলো বাড়ি, ধ্বংসস্তুপে একাধিক জনের আটকে থাকার আশঙ্কা

House destroyed in Deoghar
House destroyed in Deoghar

 

দেওঘর, ৭ জুলাই : গুজরাটের ছায়া এবার ঝাড়খণ্ডে। রবিবার সকালে দেওঘরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা একটি বাড়ি। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্ঘটনাস্থল থেকে ২ জনকে উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও ৬-৭ জন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার গুজরাটের সুরাটেও একইরকম ঘটনার সাক্ষী থেকেছিল দেশ। সচিন পালি গ্রামের একটি ছতলা বহুতল তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় রাতভর উদ্ধারকাজ চালিয়ে ধ্বংসস্তুপের ভিতর থেকে এক মহিলাকে জীবিত উদ্ধার করা হয়। রবিবার সকালে ধ্বংসস্তূপের নিচ থেকে ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে।

You might also like!