Country

2 days ago

IMD red alert:আইএমডি-র লাল সতর্কতা, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ৩-৪ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

IMD red alert
IMD red alert

 

নয়াদিল্লি, ৫ জুলাই : পশ্চিম ও উত্তর-পূর্ব ভারতে আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। বৃষ্টি এতটাই হতে পারে যে লাল সতর্কতা জারি করা হয়েছে আইএমডি-র পক্ষ থেকে। আইএমডি জানিয়েছে, আগামী ৩-৪ দিনের মধ্যে উত্তর-পশ্চিম ও পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওডিশাতেও, ৭ জুলাই ওডিশার বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হতে পারে। ৬ জুলাই পর্যন্ত নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টি প্রত্যাশিত। ৭ জুলাই পর্যন্ত দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক এবং উপকূলীয় কর্ণাটকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্য মহারাষ্ট্রের আগামী ৮ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। গোয়া, উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির আশঙ্কা করছে আইএমডি।


You might also like!