Country

2 months ago

Heavy rainfall in Uttrakhand:হরিদ্বারে গঙ্গার জলস্তরে বৃদ্ধি, বৃষ্টিতে বেহাল অবস্থা দেবভূমি উত্তরাখণ্ডে

Heavy rainfall in Uttrakhand
Heavy rainfall in Uttrakhand

 

দেহরাদূন, ২ আগস্ট : একনাগাড়ে মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ড। হরিদ্বারে বিপদসীমার কাছে পৌঁছে গিয়েছে গঙ্গার জলস্তর। হরিদ্বারে গঙ্গার বিপদসীমা ২৯৪ মিটার, ইতিমধ্যেই ২৯৩.৩৫ মিটার ছাড়িয়েছে গঙ্গার জলস্তর। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে পরিস্থিতি আরও বেগতিক হতে পারে। কেদারনাথ-সহ চারধাম যাত্রা পথেও অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে।

কেদারনাথ যাত্রা পথে আটকে পড়া পুণ্যার্থীদের উদ্ধারের কাজ চলছে পুরোদমে। উত্তরাখণ্ড এসডিআরএফ-এর জওয়ানরা বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালান এবং মুনকাতিয়া এলাকা থেকে ৪৫০ জন পুণ্যার্থীকে নিরাপদে সোনপ্রয়াগে নিয়ে আসা হয়। এখনও পর্যন্ত ২,২০০ জনেরও বেশি পুণ্যার্থীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবারও উদ্ধার অভিযান চলছে।

দেহরাদূন ও হরিদ্বার-সহ উত্তরাখণ্ডের ৭টি জেলায় এখনও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, উত্তরাখণ্ডের দেহরাদূন, চম্পাওয়াত, হরিদ্বার, নৈনিতাল, পাউরি গাড়ওয়াল, তেহরি গাড়ওয়াল এবং উধম সিং নগর জেলায় ৩ আগস্ট পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রিয়েছে। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

You might also like!